jamdani

টুইটার-ইনস্টায় ছবি, পোস্ট ডিলিট করলেন দীপিকা, কিন্তু কেন?

কোনও বড় ঘোষণা, নাকি নতুন কোনও চমক। নাকি ভুলেই উড়িয়ে দিয়েছেন সব!

বছরের শুরুতে এমন চমক। নেটিজেনরা কিছুই বুঝে উঠতে পারছেন না। কারণ নতুন বছরের শুরুতেই মুছে দিয়েছেন নিজের সমাজ মাধ্যমের পোস্ট। ইনস্টাগ্রাম, টুইটারে দীপিকা সবসময় সক্রিয়, সেখানে দীপিকার প্রোফাইলে এই মুহূর্তে বেবাক হাওয়া। দেখা যাচ্ছে না একটা ছবিও। স্বাভাবিকভাবেই চমকে গিয়েছেন ফলোয়ারসরা।

২০১৮ থেকে ২০২০ সালটা বিয়ে ছাড়া দীপিকার বেশ বিতর্কেই কেটেছে। যারমধ্যে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার সঙ্গে বলিউডের মাদক যোগ অন্যতম। তারমধ্যে করোনা পরিস্থিতির চাপ তো রয়েছে। গোটা বছরে দীপিকার ছবিও মুক্তি পেয়েছে মাত্র একটা। শুধু ‘ছপাক’। যার বক্স অফিস কালেকশন সেরকম নয়। তাহলে কি পুরনো বছরটা দীপিকা মুছে ফেলতে চাইছেন?  কোনও স্মৃতিই রাখতে চান না? নতুন করে শুরু করতে চান ২০২১? নাকি ২০২১-এ এক্কেবারে নতুন কিছু ঘটতে চলেছে তাঁর জীবনে!

ফলোয়ারসরা চমকে গিয়েছেন তাই। যেখানে ২০২১-এর শুরুতে দীপবীর জুটির কাছে রোম্যান্টিক কিছু মুহূর্তের আশা করছিলেন তাঁরা, ঠিক তখনই কি না সব ছবি ডিলিট করে দিলেন দীপিকা! কিছুদিন আগেই রাজস্থানে বছর শেষের ছুটি কাটাতে গিয়েছিলেন দীপিকা আর রণবীর। রাজস্থানের অভয়ারণ্য রণথম্ভোরেও যান তাঁরা।

সবার আশা ছিল, বছর শেষের রাতে সেই সফর থেকেই সোশ্যাল মিডিয়ায় আসবে কোনও ছবি। কিন্তু, সেটা তো হয়ইনি, বরং উল্টে সমাজমাধ্যমের পাতায় যত ছবি ছিল সবই মুছে দিয়েছেন দীপিকা। অনেকেই ভেবেছিলেন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে অভিনেত্রীর। তাই টুইটারে তারা সরব  হয়েছিলেন বিষয়টি নিয়ে। কেউ  লিখেছিলেন, ‘হচ্ছে টা কী! দীপিকার ছবি সব গেল কোখায়! কেউ লিখেছেন নির্ঘাত দীপিকার অ্যাকাউন্টও হ্যাক হয়েছে’।

আসলে গত কয়েকদিন ধরে বলিউডের অনেক তারকারই অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। যার মধ্যে রয়েছে দীপিকার কো-স্টার বিক্রান্ত মাসির অ্যাকাউন্টও। তাই সবাই ভেবেছিলেন এক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। কিন্তু, পরে জানা গেল তা নয়। সব ছবি নিজেই ডিলিট করেছেন দীপিকা। কেন না ছবি ডিলিট করলেও ইনস্টাগ্রামে  রয়ে গিয়েছে দীপিকার স্টোরি। আবার টুইটারে দৃশ্যমান দীপিকার  লাইক করা মন্তব্য ও পোস্টগুলিও।

ব্যাপারটা কেউ বুঝতে পারছে না তাই। সবে ইন্টারনেটে ভাইরাল হয়েছে হবু মা অনুষ্কার বেবি বাম্পের ছবি। তাহলে দীপিকারও কি এসে পড়েছে এমনই কিছু গুরুত্বপূর্ণ খবর…? জোর জল্পনা বলিউডের ভেতরে। আপাতত অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই নেটিজেনদের।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes