jamdani

সপ্তাহ শেষেই ভ্যালেন্টাইন্স ডে, ঘুরে আসুন কাছেপিঠে

ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মাস। আর ভালোবাসা মানেই একটু একান্তে সময় কাটানো প্রিয় মানুষটার সঙ্গে। এবারের উইকেন্ডটাও সেরকমই যেন মিলে গেছে। ট্রেনে-প্লেনে-বাসে বহুদূরে না গিয়ে, শহর থেকে কিছুটা এগিয়ে ব্যাগপ্যাক গুছিয়ে ঘুরে আসুন কাছেপিঠে কোথাও। অদ্বিতীয়ার তরফ থেকে রইল সেরকমই কিছু ঘুরতে যাওয়ার রুট-ম্যাপ।

হেনরিজ আইল্যান্ড- সমুদ্র এখানে মন ভরিয়ে রাখবে আপনার। সাদা বালির সৈকতে বসে আপনি উপভোগ করতে পারবেন একান্ত সময়টা। এখানে নেই পরিচিত ভিড়। কোলাহল থেকে দূরে দু-একটা দিন কাটানোর দারুণ জায়গা। সরকারি থাকার জায়গা আছে, এছাড়া থাকতে পারেন কটেজ, টেন্ট-এও। খরচ খুব একটা বেশি নয়। একদম পকেট ফ্রেন্ডলি জায়গায় ঘুরে আসুন দুজনে। কলকাতা থেকে ঘন্টা পাঁচেক সময় লাগে। তাহলে প্রিয়জনের জন্য রুট-ম্যাপে রেখে দিন এই সারপ্রাইজটি।

মৌসুনি দ্বীপ- মৌসুনি সুন্দরবন ডেল্টার একটি ছোট দ্বীপ। নদীর সঙ্গে সমুদ্রের মিলন। যদিও এখানে পাঁচতারা হোটেলের বিলাসিতা নেই। কিন্তু শান্ত, নিরিবিলি রোমান্টিক পরিবেশ আপনাকে দেবে অন্য অভিজ্ঞতা। সৈকতে সাইকেল চালানো থেকে শুরু করে ভলিবল খেলা। সুন্দর সূর্যোদয় ও সূর্যাস্ত আপনাকে ভরিয়ে রাখবে মুহুর্তের ভেতর। আপনার ব্যাকপ্যাকিং সোলকে খাওয়ানোর জন্য আকর্ষণীয় অভিজ্ঞতার।

মঙ্গলগঞ্জ- ভালোবাসার মানুষটিকে নিয়ে যদি একটু ভৌতিক অ্যাডভেঞ্চার উপভোগ করতে চান, তাহলে চলে যান বনগাঁ’র বর্ডার এলাকায় সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ মঙ্গলগঞ্জে। থাকতে পারেন টেন্টে এবং কটেজে। আর তার সঙ্গে ভুতুড়ে গল্পের জন্যে নীল সাহেবের কুঠি দেখতে যেতেই পারেন। এছাড়া ইছামতির তীরে বসে সময় কাটাতে ভালোই লাগবে আপনার। তাহলে মঙ্গলগঞ্জে পৌঁছে গিয়ে চমকে দিন ভ্যালেন্টাইনকে। কলকাতা থেকে বাইকে করে যেতে পারেন বনগাঁ হয়ে অথবা ট্রেনে করে বনগাঁ। সেখান থেকে বিভূতিভূষণ অরণ্য ঘুরে আসতে পারেন। বিশদ জানতে ক্লিক করুন https://www.izifiso.com/

তেপান্তর থিয়েটার ভিলেজ- বর্ধমানের সাতকাহনিয়া গ্রামে অবস্থিত এই জায়গাটির পরিবেশ বেশ সাংস্কৃতিক। নাচ, গান, নাটকে সময় কেটে যাবে আপনার। এই জায়গটির দেখভাল করেন যাঁরা, তাঁরা সকলেই নাটকের সঙ্গে যুক্ত। দিনের বেলা যিনি রান্নায় হাত লাগান, সন্ধ্যায় সেই ব্যক্তিই মঞ্চে অভিনয় করেন। নাটকের পাশাপাশি আছে আরও আকর্ষণ। কারণ জায়গাটি একেবারেই অজয় নদীর কাছে। কয়েক পা হাঁটলেই পৌঁছে যাবেন নদীর কাছে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes