jamdani

করোনা-আম্ফান পেরিয়ে সন্দেশখালিকে সংস্কৃতির সুতোয় বাঁধছে ‘ন্যাজাট ভাবনা’

একদিকে করোনা মহামারী, অন্যদিকে আম্ফানে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি-১ ব্লকের প্রান্তিক গ্রাম ন্যাজাট। তবে বিভিন্ন প্রতিকূলতা সত্বেও সংস্কৃতিচর্চায় তারা কিন্তু পিছিয়ে নেই। আদিবাসী অধ্যুষিত এই অঞ্চল তার সমস্ত ভৌগলিক ও পারিপার্শ্বিক প্রতিকূলতা কাটিয়ে সংস্কৃতিচর্চার মাধ্যমে মানুষকে যেন নতুন সংকল্পের পথে, নতুন করে ঘুরে দাঁড়াতে সাহস দিচ্ছে। এই অঞ্চলের প্রসিদ্ধ নাট্যদল ‘ন্যাজাট ভাবনা’-র ২০২০-২১ এর বাৎসরিক নাট্যমেলায় তারই ছাপ স্পষ্ট। ঐ অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে মানুষের মধ্যে সুস্থ সংস্কৃতির বার্তা ছড়ানোর জন্য অনেকেই সাধুবাদ জানিয়েছেন এই সংস্থাকে।


এই উৎসবের প্রথম পর্যায় শুরু হয়েছে ১৪ই জানুয়ারি। প্রথমদিনে ছিল শিশুকিশোর ও যুবকদের অংশগ্রহণের জন্য বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে প্রতিযোগীরা উৎসাহের সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে অংশ নিয়েছিল। ২২শে জানুয়ারি থেকে থাকছে লোকউৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া পথনাটক, নাটক বিষয়ক সেমিনার ও মোট দশটি নাটক মঞ্চস্থ হবে। এর মধ্যে ন্যাজাট ভাবনার পথনাটক ‘অতিমারী’, শিশু-কিশোর কর্মশালায় তৈরি হওয়া নাটক ‘মেঘমালা’ ও ‘মন্দবাসা’ থাকছে নাট্যমেলায়। বেহালা, গোবরডাঙ্গা, আগরপাড়া সহ বেশ কয়েকটি জায়গা থেকে নাটকের দল এই উৎসবে অংশ নিচ্ছে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে মৌমিতা বর সাহা বলেন, “আমাদের এলাকা আম্ফানে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। জনজীবন ছন্দে ফিরতে অনেক সময় লাগছে। তবু স্বপ্ন দেখা তো ছাড়া যায় না। আশা করি স্বাস্থ্যবিধি মেনে আমাদের এবারের এই উৎসব মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিতে পারবে।”

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes