jamdani

সঠিক আই মেকআপ আপনাকে করে তুলতে পারে গর্জিয়াস

আপনার চোখ যদি ছােট হয় ব্যবহার করুন গােল্ড,বেজ বা হালকা কিন্তু শিমারি আইশ্যাডাে। ব্রাওবােনের ওপরে ও নীচে সুন্দর করে হাইলাইন করুন, এতে চোখে একটা লিফটিং এফেক্ট আসবে। সাদা, ন্যুড বা পিচ লাইনার লাগান নিচের ওয়াটারলাইনে। চোখের ভেতর কোণে লাগান সাদা লাইনার বা শ্যাডাে এতে চোখ বড় ও উজ্জ্বল দেখাবে। এছাড়া ব্যবহার করুন লেন্থনিং এবং কার্লিং মাস্কারা ও চোখের পাতার এন্ড টু এন্ড লাইনিং-এর বদলে লাইন করুন শুধুমাত্র বাইরের দিকে।

যাদের বড় চোখ তারা ট্রাই করুন বিভিন্ন ক্রিয়েটিভ আইলাইনার লুক। ব্যবহার করুন বােল্ড এবং ট্রেন্ডি রঙের আইলাইনার। বড় চোখের জন্য ডার্ক রঙের আইশ্যাডাে আইডিয়াল। তবেস হালকা বা ন্যুড কালার অ্যাভয়েড করুন। ডবল উইঙ্গড আইলাইনার বড় চোখের জন্য পারফেক্ট। মাস্কারা লাগান ওপরের এবং নীচের ল্যাশেও। 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes