jamdani

শেষপর্যন্ত কি অভিনয় ছেড়ে দিয়ে দর্জির দোকান খুলতে চললেন সোনু সুদ!

সব ছেড়ে দিয়ে এবার দর্জির দোকান খুলে বসলেন অভিনেতা সোনু সুদ। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর এই দর্জির দোকান খুলে বসার কথা নিজেই জানিয়েছেন টুইটারে। এটা ঠিক সেই সেলাই করা পোশাক নিয়ে মজা করতেও ছাড়েননি তিনি।
নিজের টুইটারে একটি ২০ সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করেছেন সোনু সুদ। যার ক্যাপশনে লিখেছেন, ‘সোনু সুদের দর্জির দোকান।’ এই ভিডিয়ো পোস্ট করে নিজেই নিজেকে ট্রোল করতে ছাড়েননি অভিনেতা।আরও লিখেছেন, ‘একেবারে বিনামূল্যে সেলাই করে দেওয়া হয় এখানে। তবে জিনিসের মান নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।’ ভিডিয়োটিতে সোনু সুদকে একটি প্যান্ট সেলাই করতে দেখা যাচ্ছে।


সোনু সুদকে ছাপোষা ভাবে দেখে প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া। তবে মশকরা করতেও ছাড়েননি নেটিজেনরাও। লকডাউনে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বহু গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। সবার কাছে হয়ে উঠেছেন বাস্তবের সুপার হিরো। সম্প্রতি তিনি কৃষক আন্দোলনকেও সমর্থন করেছেন। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে ‘কিষাণ’ বলে একটি ছবিতে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes