jamdani

শুষ্ক হাতের যত্ন নেবেন কীভাবে?

শুধুমাত্র মুখের জন্য নয় শুষ্ক রুক্ষ হাতের জন্যেও চাই ময়েশ্চারাইজার। ঘরােয়া পদ্ধতিতে বানিয়ে নিন এরকমই কিছু ময়েশ্চারাইজার।

  • রাতে শুতে যাওয়ার আগে দুধের সরের সঙ্গে মধু মিশিয়ে হালকা মাসাজ করুন। পনেরাে মিনিট পর হাত ধুয়ে ফেলুন। এবার মধু, গাজরের রস, দই, ডিম একসঙ্গে মিশিয়ে হাতে মাসাজ করুন এবং কুড়ি মিনিট পর আলতাে ভাবে ধুয়ে ফেলুন। হাত দুটি হয়ে উঠবে
    উজ্জ্বল ও কোমল।
  • স্নানের আগে কলা ও পাকা পেঁপে পেস্ট করে সারা হাতে লাগিয়ে দিন। ড্রাই হয়ে যাওয়া ত্বকে লাগান। কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন।
  • রাতে শুতে যাওয়ার আগে অলিভ অয়েল ও গ্লিসারিন মিশিয়ে ফাটা ত্বকে নিয়মিত লাগান। উপকৃত হবেন।
  • পাতিলেবুর রস, রােজ ওয়াটার ও গ্লিসারিন মিশিয়ে নিন। রাতে শুতে যাওয়ার আগে হাতে মেখে নিন। সকালে উঠে ধুয়ে ফেলুন।ত্বক উজ্জ্বল ও কোমল হবে।।
  • যদি ত্বক খুব শুষ্ক ও লালচে হয়ে যায় তবে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে মাসাজ করুন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes