jamdani

শুষ্ক ত্বকের পরিচর্যা করবেন কীভাবে?

শীত মানেই শুষ্ক বাতাসে উড়ন্ত ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়া। আর সেইসঙ্গে স্কিন শুষ্ক হয়ে যাওয়া। কি করবেন, রইল তার টিপস।

  • শুষ্ক ত্বকের সমস্যা থেকে রক্ষা পেতে একটি কলা ভালো করে চটকে, তার সঙ্গে কয়েক ফোঁটা মধু, সামান্য দুধ মিশিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি ত্বকের শুষ্কতা দূর করবে স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখবে।
  • কমলালেবুর খোসা বাটার সঙ্গে আপেল বাটা, চালের গুঁড়ো, ডিমের সাদা অংশ মিশিয়ে মুখে, ঘাড়ে, গলায় ভালো করে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
  • স্নানের সময় ক্ষারযুক্ত সাবানের পরিবর্তে অ্যারোমেটিক বডি ওয়াশ ব্যবহার করুন। সপ্তাহে একদিন স্নানের সময় এক্সফোলিয়েটিং বডি স্ক্রাব ব্যবহার করুন। চালের গুঁড়োর সঙ্গে দুধ মিশিয়ে সারা শরীরে লাগান। আধ শুকনো হলে সার্কুলার মুভমেন্টে ঘষে ধুয়ে ফেলুন। ত্বক মোলায়েম ও উজ্জ্বল হবে।
  • নারকেল তেল, আমন্ড অয়েল ও অলিভ অয়েল সমপরিমাণে মিশিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখুন। প্রতিদিন স্নানের পর মিশ্রণটি পুরো শরীরে লাগিয়ে নিন। অতিরিক্ত শুষ্ক ত্বক হলে গোলাপের পাপড়ি, আমন্ড অয়েল এবং কোকো বাটার একসঙ্গে মিশিয়ে অল্প আঁচে গরম করে নিন। ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখুন। স্নানের পর সারা দেহে ব্যবহার করুন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes