jamdani

শুটিং চলাকালীন করোনায় আক্রান্ত হলেন নীতু কাপুর

ফের কোভিড-১৯ এর থাবা বলিউডে। করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান, নিতু কাপুর ও নির্দেশক রাজ মেহতা। কিছুদিন আগে চণ্ডীগড়ে যুগ যুগ জিও ছবির শুটিং-এ ব্যাস্ত ছিলেন তাঁরা। সেখানেই করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী নীতু কাপুর এবং আরও কয়েকজন।

রাজ মেহতার পরিচালিত যুগ যুগ জিও-র শুটিং চলছিল চণ্ডিগড়ে। টানা একমাসের শিডিউল ছিল। তারমধ্যেই বরুণ ধাওয়ান নিতু কাপুর সহ আরো বেশ কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আপাতত ছবির শুটিং স্থগিত রাখা হয়।

নিজেকে আইসোলেট করে রেখেছেন নিতু কাপুর চণ্ডীগড়ে এক হোটেলে। কিন্তু তথ্যসূত্রে জানা যাচ্ছে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বাই ফেরত আসছেন। করোনা রিপোর্ট পজিটিভ আসার পরে রণবীর কাপুর তার মায়ের আসার ব্যবস্থা করেছেন। এছাড়াও এই ছবিতে অভিনয় করছেন অনিল কাপুরও।

ধর্মা প্রডাকশনের এই ছবিটিতে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী কিয়ারা আডবানি। ছবিটিতে বরুণের মা ও বাবার ভূমিকায় যথাক্রমে অভিনয় করছেন নিতু কাপুর ও অনিল কাপুর। এছাড়াও ইউটিউবার প্রজক্তা কোহলিও বলিউডে পা রাখতে চলেছেন এই ছবিতে।

গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে রাজ মেহতার নির্দেশনায় এই সিনেমাটির শুটিং শুরু হয়েছিল চণ্ডীগড়ে। বরুণ, নিতু ও রাজের রিপোর্ট পজিটিভ এলেও কিয়ারা আডবানির রিপোর্ট নেগেটিভ এসেছে। ২০২১-এ মুক্তি পাওয়ার কথা ছিল যুগ যুগ জিও-র।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes