jamdani

শীতের সাজে Creative কটস উল

শীত মানেই স্টাইলে নো কম্প্রোমাইজ। আর এ বছর শীত যেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে আমাদের। এই শীত তো এই হালকা গরম। তবে এই হালকা শীতেও কিন্তু কাঁপন ধরিয়ে দিতে ছাড়ছে না।  উইন্টার ফ্যাশনে সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করবে কটস উলের এই ডিজাইনার ওয়্যার। কটনের সঙ্গে পিওর উল ব্লেন্ড করে তৈরি করা হয় কটস উল। যার কমপ্লিমেন্টিং কাটস এবং সুক্ষ্ণ এমব্রয়ডারির কাজ আপনার শীতের স্টাইল স্টেটমেন্টকে করে তুলবে আরও মোহময়। সেরকমই কিছু কটস উলের ডিজাইনার উইন্টার ওয়্যারের ঝলক রইল আপনাদের জন্য।

স্কার্ট-ব্লেজার পেয়ারে সিকোয়েন হাইলাইটস, আর ল্যাপেলের ফ্লোরাল এমব্রয়ডারি তৈরি করেছে পারফেক্ট উইন্টার পার্টি লুক।

কটস উলের শর্ট ড্রেসে ফ্লোরাল এমব্রয়ডারি কাজ করা, যার সঙ্গে স্টোন হাইলাইটস পোশাকটিকে দিয়েছে এক  সুন্দর চমক।

 

পোশাকঃ কেয়া শেঠ এক্সক্লুসিভ

ফোনঃ ০৩৩-৪০৬৫-৫০৬

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes