jamdani

লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে চান, মেনে চলুন এই নিয়মগুলি

যে কোনও উৎসব, অনুষ্ঠানে মেয়েদের সাজে ঠোঁটে লিপস্টিক চাই চাই। আর ঠোঁট রাঙাতে আমরা একেক জন একেক রকম লিপস্টিক ব্যবহার করি। কিন্তু তার মেয়াদ থাকে দু’ঘন্টা কিংবা তিন ঘন্টা। তাই বলে কি লিপস্টিক লাগাবো না? এমনটা চলে না! লিপস্টিকও লাগাবো, আবার পেট পুরে খাবো। কিন্তু লিপস্টিক উঠবে না একটুও।
কিছু সহজ উপায় আছে। কয়েকটা সামান্য বেসিক মেকআপের নিয়ম মেনে লিপস্টিক লাগালে তা নতুনের মতই দেখাবে ১০ থেকে ১২ ঘণ্টা। সে আপনি ফুচকা খান বা বিরিয়ানি। ঠোঁটে স্বাদের সঙ্গে আপনার পছন্দের রঙ লেগে থাকবে ঘণ্টার পর ঘণ্টা।


• ঠোঁট যদি রুক্ষ শুষ্ক হয় আর তাতে লিপস্টিক লাগালে ভীষণ বিচ্ছিরি দেখতে লাগে। তাই ঠোঁট মসৃণ করতে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে, ভালো করে টোনার দিয়ে প্রথমে ঠোঁট পরিষ্কার করে নিন। তারপর বিশুদ্ধ নারকেল তেল এক চা চামচ হালকা গরম করে ঠোঁটে ভালো করে লাগিয়ে ঘুমিয়ে পরুন। সকালে উঠে ঠাণ্ডা জল দিয়ে ঠোঁট পরিষ্কার করে নিন। এক সপ্তাহ ধরে রোজ করুন এটি। ঠোঁট দেখতে লাগবে গ্লসি ও স্মার্ট।


• শিয়া বাটার রুক্ষ শুষ্ক ত্বক নরম করার জন্যে খুব ভালো। তবে স্কিনের পাশাপাশি ঠোঁটের জন্যেও খুব ভালো। প্রথমে গোলাপজল দিয়ে ঠোঁট পরিষ্কার করে ৫ মিনিট অপেক্ষা করুন। তারপর টোনার লাগিয়ে শুকিয়ে গেলে সামান্য ফাউন্ডেশন লাগিয়ে নিন। ১৫ মিনিট পর লিপস্টিকের সঙ্গে ম্যাচ করে লিপলাইনার দিয়ে চারধার একে নিন। এবার লাগিয়ে নিন পছন্দের শেড।
• এছাড়া লিপস্টিক লাগানোর পর হালকা পাউডার দিয়ে ঠোঁটে পাফ করে নিন। এতে একটা ম্যাট ফিল আসবে। আর যদি গ্লসি রাখতে চান তাহলে অবশ্যই লিপ গ্লস লাগাবেন ঠোঁটে।
• মুখের মেকআপ ধরে রাখার জন্য যেমন ফেস প্রাইমার ব্যবহার করার হয় ঠিক তেমনই, ঠোঁটে লিপস্টিক অনেক্ষন একই রকমের রাখতে ব্যবহার করা হয় লিপ প্রাইমার।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes