jamdani

লিপস্টিকের পর লিপ লাইনার লাগান… দেখুন চমক!

অবাক করা শােনালেও অনেক মেকআপ এক্সপার্টরা পরামর্শ দেন, লিপস্টিক পরার আগে নয়, পরে লিপ লাইনার ব্যবহার করা ভালাে। এতে ঠিক কীভাবে লাইন করা দরকার তার একটা ধারণা পাওয়া যায় এবং সময়ের সঙ্গে যখন কালার হালকা হতে থাকে তখন দুটিই একসঙ্গে ফেড হয়বেশিরভাগ সময় দেখা যায় লিপস্টিক ফেড হয়ে গেলেও লাইনার প্রকটভাবে দৃশ্যমানএটা খুবই বিশ্রী এবং মেসি দেখায়। 

তাই সাজে চমক আনতে লিপস্টিকের পর লিপ লাইনার লাগান। 

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes