jamdani

লঞ্চ হলাে সড়ক-২’র ট্রেলব, বেড়ে গেলাে ডিজলাইক’ এর সংখ্যা

দিন তারিখ ঘােষণার পর একদিন বাদে মুক্তি পেল সড়ক-২’র ট্রেলর (Sadak-2 trailer)তবে, প্রত্যাশা অনুযায়ী ১৯৯১ মুক্তি পাওয়া এই ছবির সিক্যোযেল সেভাবে সাড়া জাগাতে পারল না সিনেমাপ্রেমীদের মনে। ইউটিউব থাম্বনেলে লাইকের চেযে ডিজলাইকের সংখ্যা বেড়ে গেলাে ক্রমাগত। এর নেপথ্যে অবশ্য নেপােটিজম ও সুশান্ত সিংযের অকালমৃত্যুর সাম্প্রতিক চর্চা অনেকটা কাজ করেছে। এমনটাই দাবি করছেন সিনে সমালােচকরা। ট্রেলরের শুরু সঞ্জয় দত্তের (Sanjay Dutt) সংলাপ: “এবার কার জন্য বাঁচবাে”। এই ছবিতে আলিয়া ভাটের (Aliah Bhatt) গাইডের চরিত্রে একজন ট্যাক্সি চালক রবির ভূমিকায় অভিনয় করবেন সঞ্জয় দত্ত। এদিকে খবরে প্রকাশ বর্ষীয়াণ এই অভিনেতার ফুসফুসে স্টেজথ্রি ক্যান্সার। তাই কিছুটা সময় কাজ থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। আমেরিকায় যাবেন চিকিৎসার প্রয়ােজনে। তাই সেই আবেগকে কাজে লাগিযে ছবির ট্রেলর ছাপ ফেলবে এমন একটা আশা জেগেছিল। কিন্তু বুধবার সকাল থেকে সেই আশায় জল ঢেলেছেন। ছবিপ্রেমীরা। ট্রেলরে রবি তথা সঞ্জয় দত্তের প্রেমিকা চরিত্রে রযেছেন পূজা ভাট। যদিও এই ছবিতে তাঁকে প্রয়াত হিসেবে দেখা যাবেকেন্দ্রীয় চরিত্র আরিয়ার ভূমিকায় আলিয়া ভাট। তাঁর প্রেমিক হিসেবে আদিত্য রায় কাপুর। গুরুত্বপূর্ণ চরিত্রে রযেছেন যিশু সেনগুপ্ত। রহস্যরােমাঞ্চে মােড়া এই ট্রেলারেই ইঙ্গিত মিলল প্রায় ২ দশক পর ফের স্বমহিমায় বলিউড পরিচালকের আসনে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন মহেশ ভাট। যদিও বিতর্কের রেশ ধরে তা কতটা সম্ভব, সময়ই বলবে সেকথা।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes