jamdani

লক ডাউনের সময় কি করছেন তারকারা?

যতই করো বাহানা, এখন বাইরে যাওয়া মানা-আমজনতা থেকে সেলেব্রিটি সবাই এখন গৃহবন্দি। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় দেশ জুড়ে টানা একুশ দিনের লক ডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আর এই সময়টুকু নিজের মনকে ঘরে বাঁধতে নানা জন নানান উপায় বেছে নিচ্ছেন বাদ নেই তারকারাও। যেমন অভিনেতা কার্তিক আর্রিয়ান,বরুণ ধাওয়ান,সিদ্ধার্থ মালহোত্রা, মালাইকা নিজেকে ব‍্যস্ত রেখেছেন রান্নাঘরে। নানান পদ তৈরি করে নিজে খাচ্ছেন প্রিয়জনদের খাওয়াচ্ছেন। অন‍্যদিকে অগোছানো ওয়াড্রপ সুন্দর করে গুছিয়ে রাখচ্ছেন কীর্তি সোনান, সংসারের কাজে হাত লাগিয়েছেন ক‍্যাটরিনা ধুয়ে মুছে বাসন তুলে রাখচ্ছেন র‍্যাকে। পরিবারের সঙ্গে মজার সময় কাটাচ্ছেন প্রীতি জিন্টা, আদর করে মায়ের মাথায় করে দিচ্ছেন তেল মালিশ। আর দীপিকা এই অবসরে শিখছেন পিয়ানো।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes