jamdani

লক্ষ্য ছিল হলিউডে অভিনয় করা

যেন হঠাৎ করেই একটা তারা খসে পড়ল এতাে তাড়াতাড়ি। আর সবাইকে দিয়ে গেল এক বিরাট ধাক্কা। জীবনের রঙ্গমঞ্চ থেকে চিরবিদায় নিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আর তাঁর মৃত্যুর পরে উঠে আসছে নানা তথ্য। এমন কথাও বলা হচ্ছে যে, আত্মহত্যা নয়, সুশান্তের মৃত্যুর পিছনে লুকিয়ে থাকতে পারে অন্য কোনও রহস্য। তবে। অভিনেতার যে ডায়েরি পাওয়া গেছে তার থেকে কিছুটা হলেও তাঁর মানসিক গতিপ্রকৃতির আন্দাজ করতে পারা যায়। বরাবরই লক্ষ্য স্থির করে তারপর সেটি। অর্জনের পিছনে ছুটতে ভালােবাসতেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের ডায়রির পাতা বলছে নিজের কাজ সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করে অভিনয়ের আরও উন্নতি করার চেষ্টা করতেন সুশান্ত। শুধু তাই নয়, ডায়রির পাতায় তিনি লিখে রেখেছিলেন তাঁর আগামীর লক্ষ্যগুলােও।

বলিউডের অন্যতম প্রতিভাশালী এই তরুণ অভিনেতা ২০২০ সালে তাঁর কী কী লক্ষ্য রয়েছে সেগুলাের একটি তালিকা তৈরি করেছিলেন নিজের ব্যক্তিগত ডায়রিতে। জিনিসগুলি অর্জন করতে চান তা তালিকাভুক্ত করেছিলেন। নিজের অভিনয়কে যেমন আরও নিখুঁত করতে চাইছিলেন সুশান্ত সিং রাজপুত তেমনই তিনি চাইছিলেন হলিউডেও কাজ করতে।

তাঁর ডায়েরিতে উল্লেখ করা লক্ষ্যগুলাের মধ্যে অন্যতম ছিলাে, হলিউডের এজেন্সিগুলাের সঙ্গে যােগাযােগ করে কাজের কথা চালানাে। পাশাপাশি বিশ্বের সেরা খেলােয়াড়দের সঙ্গেও যােগাযােগ করতে চাইতেন তিনি। নিজের আযেরও একটি লক্ষ্যমাত্রা ধাৰ্য্য করেছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। অন্তত ৫০ কোটি টাকা আয় করাই ছিলাে তাঁর লক্ষ্য। সেই সঙ্গে চলতি বছরে যেকোনওভাবেই হােক হলিউডে অভিনয় করতে চাইছিলেন তিনি।

গত ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে তাঁর বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তের পর মুম্বই পুলিশ জানায় যে, সুশান্ত আত্মহত্যা করেছেন। যদিও তাঁর বাবা ছেলের মৃত্যুর পর অভিযােগের কাঠগড়ায় তুলেছেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes