jamdani

লকডাউনে মনকে চাঙ্গা রাখতে নিন গ্রিন থেরাপি

করোনা কালীন পরিস্থিতি সামাল দিতে গোটা রাজ্য জুড়ে চলছে সম্পূর্ণ লকডাউন। যার ফলে গৃহবন্দী ৮ থেকে ৮০ সকলেই। একদিকে মহামারির আতঙ্ক, অপরদিকে এই মহামারি রুখতে লকডাউনটাও জরুরী। সবমিলিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিক পরিস্থিতি , আর তা সুস্থ স্বাভাবিক রাখতে ঘর সাজান রকমারি গাছ দিয়ে। এতে মনও থাকবে ভালো, পাশাপাশি সুন্দর দেখাবে আপনার ঘরটিও।
সদর ঘর
ঘরের সদর দরজার পাশে অনেকেরই জুতো রাখার র‍্যাক বা কাবার্ড থাকে। তার উপরে বেশ কয়েকটা গাছ রাখতে পারেন। দরজার দু’পাশেও জায়গা করে দিতে পারেন কয়েকটা পাতাবাহারকে। জায়গা বেশি থাকলে একপাশে একটা গুল্মজাতীয় গাছও রাখা যাবে। এতে করে ঘরে ঢুকেই বেশ ভালো অনুভূতি পাবেন।


বেডরুম
শয়নকক্ষ যত হালকা থাকে, ততই ভালো। তবে শোয়ার ঘরে জানালায় একটা জুঁই বা বেল ফুল গাছ রাখতেই পারেন। হালকা সুবাসে ঘরতো ভরে উঠবেই, পাশাপাশি মনকেও করবে শান্ত। অবসাদ, ক্লান্তি কাটবে। বেডরুমে গাছ রাখতে চাইলে পিস লিলি বা অ্যালোভেরা বাছতে পারেন। তবে খুব বেশি নয়। রুমের আয়তন অনুযায়ী কয়েকটা গাছ রাখবেন, তা স্থির করতে হবে। ১০ বাই ১০ ঘরে দুটো গাছই যথেষ্ট।


ডাইনিং স্পেস
খাবার টেবিলে ছোট গাছ রাখতে পারেন। লাকি ব্যাম্বু রাখাই যায়। একে ছোট, তাই যত্নেরও প্রয়োজন পড়ে না। একটু জল দিলেই সে তুষ্ট। ডাইনিং টেবিলের পাশে রাখতে চাইলে উচ্চতায় বড় আকারে পাম বা লাকি ব্যাম্বুই রাখুন। ডাইনিং রুমে পর্যাপ্ত জায়গা থাকলে বেগোনিয়া, বার্ড অব প্যারাডাইস ইত্যাদি সুদৃশ্য গাছ রাখতে পারেন। তবে তাতে যেন একটু আলো পড়ে। সাকিউলেন্টসও রাখতে পারেন ডাইনিং রুমে।


বারান্দা
বারান্দায় কোনও গাছেই কোনও বাধা নেই। টমেটো, বেগুন থেকে শুরু করে বুগেনভিলিয়া, স্ট্রিং অব পার্লসও ঝুলিয়ে দিতে পারেন।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes