jamdani

লকডাউনে বাড়িকেই বানিয়ে নিন পার্লার

লম্বা চুল নিজে কাটতে গেলে মুশকিলে পড়তে পারেন। সেক্ষেত্রে বাড়িতে অন্য কারও সহযোগিতা নিতে পারেন আপনি। তবে চুল কাটার ব্যাপারে তাঁর যেন আত্মবিশ্বাস থাকে অবশ্যই। ইন্টারনেট থেকে ভিডিও দেখে কিছুটা বুদ্ধি নিতে পারেন। তবে ভিডিওতে দেখানো পদ্ধতি নিজের চুলে প্রয়োগ করার আগে ভালোভাবে বুঝে নিন। নইলে মাঝপথে অসুবিধা বোধ করতে পারেন।
• একবারে অনেকটা চুল কেটে না ফেলে অল্প অল্প করে কাটুন। তাহলে চুলের আকার ও আকৃতি—এর কোনটি মনমতো না হলেও ঠিক করে নেওয়ার সুযোগ থাকে।
• ট্রিমার ব্যবহার করলে সেটিতে চুলের আকার অনুযায়ী নম্বর সেট করে নিতে পারেন। বারবার ট্রিমার চালিয়ে সঠিক আকার পর্যন্ত পৌঁছানো সম্ভব।
• পনিটেইল করে চুল বেঁধে নিয়ে চুল কাটলে খোলার পর চুলের আলাদা আলাদা স্তর, অর্থাৎ ‘লেয়ার’ হবে। অভিজ্ঞতা থাকলে চুলের বিভিন্ন অংশ আলাদা করে নিয়ে লেয়ার বা স্তরে স্তরে কাটার চেষ্টা করা যেতে পারে।
• ইংরেজি ‘ইউ’ বা ‘ভি’ আকৃতি করে চুল কাটতে চাইলে মাথার মাঝবরাবর সিঁথি করে নিয়ে ডান ও বাঁ পাশের চুল আলাদা করে প্রয়োজনীয় অ্যাঙ্গেল অনুযায়ী কাঁচি চালাতে হবে। তাহলে দুই পাশ মিলিয়ে ইউ বা ভি আকৃতি তৈরি হবে। সমান করে চুল কাটতে চাইলেও একই পদ্ধতিতে চুল দুই ভাগ করে নিয়ে কাটুন। শুধু এ ক্ষেত্রে কোনাকুনি নয়, বরং সমান করে কাটতে হবে চুল। তবে অভিজ্ঞতা না থাকলে সমান করে চুল কাটা বেশ কঠিন।
• ধাপে ধাপে আলাদা আকারের চুল (স্টেপ কাট) করতে চাইলে মাথার সব চুলকে তিনটি আলাদা অংশে ভাগ করে নিতে পারেন। যেখান থেকে চুলের ধাপ আলাদা করতে চাইছেন, সেই বরাবর এক কান থেকে আরেক কান পর্যন্ত চুলগুলোকে আলাদা করে নিন (পেছনের অংশ বা নিচের অংশ)। বাকি চুলগুলোকে ডান ও বাঁ দিকে ভাগ করে নিতে হবে। এরপর পছন্দমতো আকারে চুল কাটুন।
চুল কাটার পর
বাড়িতে যেহেতু চুল কাটার জন্য নির্ধারিত অ্যাপ্রোন থাকে না সচরাচর, তাই চুল কাটার পর স্নান করে নেওয়া ভালো। নইলে কাটা চুলের ক্ষুদ্র অংশের কারণে অস্বস্তি হতে পারে। অবশ্য চাইলে পাউডার ও নরম ব্রাশের সাহায্যও নেওয়া যেতে পারে ক্ষুদ্র ক্ষুদ্র চুল সরানোর জন্য। সবশেষে সেই জায়গা অবশ্যই পরিষ্কার করে নিন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes