jamdani

লকডাউনে চুলকে রাখুন চিকন ও মসৃণ 

মোটামুটি সবাই এখন বাড়িতেই আছি আমরা। আর বাড়ি থেকেই চলছে ওয়র্ক ফ্রম হোম। তাই বলে কি চুলের যত্ন ছেড়ে দেওয়া যায়। বাড়িতে থেকেই কীভাবে নেবেন চুলের যত্ন? রইল তেমনই কিছু টিপস।

  • তুলসী, নিম, শিকাকাই একসঙ্গে নারকেল তেলে মেশান। সঙ্গে কেশুত পাতা মিশিয়ে ফোটান। এরপর সেই তেল মাথায় লাগালে উপকার পাবেন।
  • পাকা কলা চটকে নিয়ে তাতে অলিভ অয়েল, ডিম, মধু মিশিয়ে মাথায় লাগালে চুল হবে মসৃণ।
  • ৪ চামচ আপেলের রসে ২ চা চামচ জল মিশিয়ে মাথায় ঘষে ঘষে লাগালে উপকার পাবেন। এরপর শ্যাম্পু করলে চুল শাইন করবেই।
  • বাঁধাকপি সেদ্ধ করে সেই জলও মাথায় লাগাতে পারেন।
  • ১০০ গ্রাম খোসাসুদ্ধ চালকুমড়ো কুরানো রাতে ভিজিয়ে রাখুন। সকালে অল্প আঁচে বসিয়ে সেটি নাড়তে হবে। একটু লালচে হলে ছেঁকে নিন জলটা। ঠান্ডা হলে মাথায় ভালো করে মাসাজ করে, কিছুক্ষণ রেখে শ্যাম্পু করুন।
  • গ্রিন টি চুলে লাগালেও চুলে চকচকে ভাব আসে।
  • হেনার সঙ্গে ১ চামচ নারকেল তেল ও অল্প গরম দুধ ভালো করে মিশিয়ে নিন। সেটি চুলে ১ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন।
  • পেয়ারার রসও চুল উজ্জ্বল করতে সক্ষম।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes