jamdani

রুখে দিন সানট্যান!

দিনের পর দিন গরম যেন বাড়ছে। আর লকডাউনের সময় একটু বাইরে বেরােলেই মুখে মাস্ক ঢেকে, তবেই বেরােতে হচ্ছে। গরমে ঘাম জমে ফুসকুড়ি, ব্রণ, র্যাশ বেড়ে যাচ্ছে। আর সেই সঙ্গে সানট্যান তাে আছেই। মুথে যেন স্পট পড়ে যাচ্ছে মাস্ক ব্যবহারের ফলে। সূর্যরশ্মির ক্ষতিকর ইউভি রে স্কিনের ট্যানিং-এর। জন্য দায়ী। যা যে কোনও ঋতুতেই মেলানােসাইট কোষে পৌঁছে নানা রকম ক্রিয়া বিক্রিয়া ঘটিয়ে মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয়।

ট্যান মুক্তির ঘরােয়া টোটকা

  • টম্যাটো ন্যাচারাল ব্লিচের কাজ করে। তার সঙ্গে দুই ও ওটমিল মিশিয়ে, আলতাে হাতে মাসাজ করুন। আধ ঘন্টা রেখে ধুয়ে নিন।
  • পেঁপে খাওয়া গরমকালে খুব ভালাে। পেঁপে ও দই-এর সংমিশ্রণে তৈরি করা প্যাক ট্যান দূর করতে খুব কার্যকরী।
  • অ্যালােভেরা পাতার জেল কুলিং এজেন্ট হিসেবে দারুণ কাজ করে।
  • কাঁচা হলুদ বাটা ও লেবুর রসের সংমিশ্রণ ট্যান দূর করতে এফেক্টিভ।
  • শুষ্ক ত্বকের ট্যান দূর করতে প্যাক হিসেবে ব্যবহার করুন আমণ্ড বাটা ও দুধের মিশ্রণ।
  • ঠান্ডা দইতে সামান্য হলুদ গুঁড়াে ও সুজি দিয়ে স্নানের ২০ মিনিট আগে স্ক্রাব করুন।
  • অ্যালােভেরা জেল ও মুলতানি মাটি দিয়ে তৈরি ফেস প্যাক নিয়মিতই ব্যবহার করা যেতে পারে।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes