jamdani

রােজ মেকআপ করেন? তাহলে ট্রাই করুন এই ফেসিয়াল!

শথে হােক বা কাজের প্রয়োজনে আপনি কি প্রতিদিনই একটু আধটু মেকআপ করেন? সুন্দর দেখা এবং সুন্দর থাকাটাও কিন্তু একইরকম ভাবে প্রয়োজন। কিন্তু রােজ মেকআপ করলে স্কিনের নানারকম সমস্যা দেখা দেয়।

মেকআপে থাকা কেমিক্যাল ত্বকের স্বাভাবিক জৌলুস হারিয়ে দিতে পারে, তাই ত্বকের ধরণ অনুসারে আপনাদের জন্য রইলাে তৈলাক্ত ত্বকের ফেসিয়াল, যা সপ্তাহে অন্তত একদিন করে ব্যবহার করলেই ত্বক হয়ে উঠবে সুস্থ ও সুন্দর।

তৈলাক্ত বা অয়লি ত্বকের জন্য ফেসিয়াল

সব ধরণের স্কিনে তৈলাক্ত ত্বক কিন্তু সবচেয়ে বেশি বিরক্তিকর। যাদের নিয়মিত মেকআপ করতে হয়, তাদের ত্বক থেকে অতিরিক্ত তেল নিঃসরণ হলে তা কিন্তু একটি গুরুতর সমস্যা। আর এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে বাড়ি বসেই ট্রাই করতে পারেন এই ফেসিয়ালটি৷ এর জন্য লাগবে- ২ টেবিল চামচ বেসন, ৫ ফোঁটা লেবুর রস, ২-৩ টেবিল চামচ দুধ, অল্প জল। সবগুলি প্রত্যেকটি খুব ভালাে করে মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণটি সারা মুখে ও গলায় লাগিয়ে নিন। এইভাবে ২০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। সপ্তাহে একবার করে অবশ্যই এটি ব্যবহার করুন।

এই ফেসপ্যাকটি আপনার ত্বককে গভীরে গিয়ে পরিষ্কার করে এবং মৃত কোষগুলি রিমুভ করতে সাহায্য করে। পাশাপাশি এই ফেসপ্যাকটি আপনার স্কিন এক্সফলিয়েটিং স্ক্রাব হিসাবে কাজ করে।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes