jamdani

রসিকবিল পাখিরালয়

কোচবিহার থেকে মাত্রা ৩৫ কিলােমিটার দূরে তুফানগঞ্জএর রসিকবিল বিভিন্ন প্রজাতির। পরিযায়ী দেশীয় পাখির আর পাখিপ্রেমিক দের অত্যন্ত জনপ্রিয় টুরিস্ট স্পট। ১৭৫ হেক্টর বিস্তৃত। বিস্তীর্ণ বনভূমি আর হ্রদ যাকে তিনটি ঘন বনাঞ্চল নগরহাট, আসমারি আর বােচামারী, যা বক্সা অভয়ারণ্যর বর্ধিত অংশ৷ এই রসিকবিল অতীতে কোচ রাজাদের মৃগয়াভূমি ছিল আর এখন এই রাজ্যের তথা দেশের জনপ্রিয় পাখিরালয়।
এখানে আমাদের টিয়া,ময়না বুলবুলির পাশে এই সময়ে দেখা যায় রেড ক্রেস্টেড পােচার্ড,কমন পােচার্ড, গ্যাডওয়াল ডাক, গ্রে হেডেড ল্যাপউইং, স্টেপি ঈগল, ফ্যালকেটেড ডাক, পার্পল সােয়াম্পহেন, কমন মুরহেন দের৷
এখন রাজ্যে পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণ রসিক বিল শুধুমাত্র পাখিরালয় নয়, এটি একদিকে যেমন প্রকৃতিবীক্ষণ কেন্দ্র তেমনি আবার বিভিন্ন প্রানীর উদ্ধারালয়, এছাড়া চিলড্রেন পার্ক, অ্যাকোরিয়াম, মৃগদাব, চিতাবাঘ, অজগর, মযুর, ঘড়িয়াল প্রভৃতি সংরক্ষণ কেন্দ্র। বিলের জলে নৌকা ভাসিয়ে চেনা অচেনা রঙবেরঙের পাখি ও প্রজাপতি দেখে নেওয়া যায় আর বিলের ধারে বসে থাকতে পারেন যতক্ষণ খুশি।

কিভাবে যাবেন

আলিপুরদুয়ার বা কোচবিহার দুই জায়গা থেকেই রসিক বিল যাওয়া যায়। আলিপুরদুয়ার থেকে রসিক বিলের দুরত্ব ৩৪ কিমি। কোচবিহার থেকে রসিক বিলের দুরত্ব ২৪ কিমি। শিয়ালদা থেকে সরাসরি আলিপুরদুয়ার যায় ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেস (ছাড়ে রাত ৮.৩০ পৌঁছায়। পরদিন দুপুর ১২.১০)। শিয়ালদা থেকে কোচবিহার যায় ১৩১৪৭ উত্তরবঙ্গ এক্সপ্রেস (ছাডে রাত ৭.৩৫ পৌঁছায় পরদিন সকাল ৯.২৫)। এই দুই জায়গা থেকে রসিক বিল যাবার গাড়ি পাওয়া যায়।
কোথায় থাকবেন রসিক বিলে রাত্রিবাসের জন্য রয়েছে পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের নেচার এডুকেশন অ্যান্ড ওয়াইল্ডারনেস রিসর্ট, যােগাযােগ- https://northbengaltourism.com/ ০৩৩-২২৩৭-০০৬০/০০৬১, ২২২৫-৮৫৪৯
ছবিতে- গ্রে হেডেড ল্যাপউইং, ফ্যালকেটেড ডাক, পার্পল সােয়াম্পহেন, চিতা

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes