jamdani

রমণীর রূপচর্চা রান্নাঘরে – চুলের যত্ন।

  • ভাত হয়ে গেলেই মাড় ঝড়ানাের জন্য ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু এবার থেকে আর ভাতের মাড় ফেলবেন না। যাঁরা ড্যানড্রফের সমস্যায় জেরবার তাঁরা ভাতের মাড় একটু ঠান্ডা করে ঘষে ঘষে মাথায় মেখে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। পাঁচ-ছয় দিন এটা একনাগাড়ে করলে খুশকি দূর হবে।
  • যাদের চুল প্রচণ্ড পরিমাণে উঠছে বা চুল উঠে কিছু কিছু জায়গায় টাক পড়ে গিয়েছে তারা রােজ গােলমরিচ ও ছােটো পেঁয়াজের রস একসঙ্গে মিশিয়ে মাথায় মাখলে উপকার পাবেন।
  • উজ্জ্বল ঝকঝকে চুল পেতে দু’কাপ ঘন দুধে একটা ডিম ফেটিয়ে সাদা ফেনা হলে মাথার তালুতে ভালভাবে মাখুন। দু’ঘন্টা রাখার পর চুল ধুয়ে ফেলুন।
  • লেবুর রসে কাটা ছানার জল দিয়ে চুল ধুলে, চুল হবে রেশম, কোমল। শ্যাম্পু করার পর এই ঘরােয়া কন্ডিশনারটি ব্যবহার করা যেতে পারে।
  • মেথি সারারাত ভিজিয়ে রেখে দিন। পরের দিন ভাল করে বেটে, সেই ক্কাথটা মাথায় মাখলে পাকা চুলের সমস্যা কমবে।
  • চা পাতা জলে ফুটিয়ে লিকার তৈরি করে নিন। ঠান্ডা হলে ছেকে এর সঙ্গে পাতিলেবুর রস মিশ্রিত চায়ের লিকার দিয়ে ধুয়ে নিন। নিয়মিত এই পদ্ধতি অ্যাপ্লাই করলে চুল পড়ার সমস্যা কমবে।
  • ১ আঁটি পুদিনা পাতা, দেড় গ্লাস জলে মিনিট ২০ ভিজিয়ে রাখুন। এবার এই জল ৪টি রিঠের সঙ্গে মেশান। শ্যাম্পুর বদলে অ্যাপ্লাই করতে পারেন।
  • কলা ও পেঁপে একসঙ্গে গ্রাইন্ড করে চুলে অ্যাপ্লাই করুন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ড্যামেজড হেয়ার অনেকটা কোমল হবে।
  • ছােলার ছাতুর সঙ্গে পরিমাণমতাে টক দই মিশিয়েও শ্যাম্পু করতে পারেন।
  • ১ চামচ বেসন, ২ চামচ রিঠার রস-এর সঙ্গে ১ চামচ মুলতানি মাটি মিশিয়ে নিন ভাল করে। এটা দিয়ে শ্যাম্পু করুন ঘষে ঘষে। ফেনা হলে তিন-চার মিনিট পরে জল দিয়ে ধুয়ে নি। আরও একবার শ্যাম্পু করুন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes