jamdani

রমণীর রূপচর্চা রান্নাঘরে – ত্বকের যত্ন

  • আলুসেদ্ধ জল ফেলে দেবেন না। আলুসেদ্ধ জলে আলুর খােসা দিয়ে নিয়মিত হাত ঘষুন। দেখবেন আপনার হাতের ত্বক পরিষ্কার তাে হবেই। এ ছাড়াও, পেলব ও মসৃণ হবে। যাদের হাতের ত্বক খসখসে তারা এটি নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেন।
  • আলু চাকা চাকা করে কেটে দু’চোখে লাগালে চোখ ঠান্ডা হয় এবং যদি বেশিক্ষণ খালি চোখে রােদে থাকার পর এটা ব্যবহার করা যায় তা হলে রােদলাগাজনিত জ্বালা নিরাময় হয়। আলু থেঁতাে করে নিয়ে যদি আইপ্যাডের মতাে ব্যবহার করা যায় তা হলে চোখের পাশে বা নিচে ফোলাভাব দূর হয়ে যাবে এবং চোখের নিচের কালিও উঠে যাবে।
  • এক চামচ কাঁচা দুধ অথবা দুধের সরের সঙ্গে এক চিমটে হলুদ গুঁড়াে ও এক চামচ বেসন মেশান। কুড়ি মিনিট পর কুসুম কুসুম জলের ঝাপটা দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। এই প্যাকটি নিয়মিত ব্যবহার করলে ত্বক মসৃণ হয়ে উঠবে এবং মুখের ও ঠোটের। চারপাশের কালাে দাগ দূর হবে।
  • এক চামচ দুধের সরের সঙ্গে একটু ময়দা, এক চিমটে চিনি এবং এক চামচ মধু মিশিয়ে মিশ্রণটি মুখে লাগান। কুড়ি মিনিট পর কুসুম কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ত্বকের মরা কোষ ঝরে যাবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
  • চিনি হচ্ছে ভালাে বডি স্ক্রাবার। দুধের সরের সঙ্গে চিনি মিশিয়ে মিশ্রণটি দিয়ে যদি ভাল করে শরীর স্ক্রাব করা যায় তা হলে
    ত্বকের অবাঞ্ছিত ডেড সেল ঝরে যাবে এবং ফিরে আসবে পেলব লাবণ্য।
  • মধু, ডিমের সাদা অংশ মধুর সঙ্গে ডিমের সাদা অংশ মেশান, মিশ্রণটি মুখে লাগান। তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
    ত্বক মসৃণ ও কোমল হয়ে উঠবে।
  • ১ টেবিল চামচ বেসনের সঙ্গে ৪ চামচ কাচা দুধ এবং পরিমাণমতাে বাদাম তেল মিশিয়ে নিন। মিশ্রণটি ভালাে করে মুখে
    লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই প্যাক ব্যবহার করুন। ত্বক হবে উজ্জ্বল।
  • লাল টুকটুকে পাকা টমেটো দেখতে যেমন সুন্দর, গুণেও তেমনি। রােদে পােড়া কালাে ভাব দূর করতে টমেটো ব্যবহার করুন। ময়শ্চারাইজার হিসেবে মধুও মিশিয়ে নিতে পারেন।
  • কফি দিয়ে ত্বকের পরিচর্যা করুন। এক চামচ কফি আর দু চামচ নারকেল তেল নিয়ে মিক্স করে নিন ভালাে করে। এবার স্ক্রাব করুন ত্বকে। ৫ মিনিট স্ক্রাব করার পর মুখ ধুয়ে নিন। ত্বক হবে সফট আর গ্লোয়িং।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes