jamdani

রঙিন চুলের যত্ন নেবেন কীভাবে?

ফ্যাশনেবল পােশাক, সঙ্গে চাই কালারফুল হেয়ার, ট্রেন্ডিং-এ এখন এটারই চল। বাইরে বেরােলেই আমরা দেখি লাল, নীল, গােলাপি কত রকমের রঙিন চুলের মানুষ। আর তাছাড়া সবসমযের বার্গেন্ডি বা হাল্কা লাল রঙ করা তাে আছেই। কিন্তু এই রঙ করা চুলের যত্ন নিতে কি করবেন? রইল তাঁর টিপস।

  • আজ রঙ করব ভাবলে, আজই যে রঙ করে নিলেন, এতে কিন্তু চুলের আদতে ক্ষতিটাই হয়। তাই রঙ করার আগে, অন্তত পক্ষে চুলে ভালাে করে তেল মাখুন রাতে শুতে যাওয়ার আগে।
  • সপ্তাহে একবার ব্যবহার করুন হেয়ার মাস্ক বা হেয়ার প্যাক। এই সময় চুলে কোনওরকম হিট দেবেন না। সবচেয়ে ভালাে হয় যদি আপনি রঙ করার আগের দিন চুলে কোল্ড প্রেসড নারকেল তেল লাগিয়ে নিতে পারেন। এতে চুলে রঙ করাও যেমন হবে, আবার চুলের সরাসরি সংস্পর্শে কালারও আসবে।
  • চুলের ডাই হিসেবে আপনাকে বেছে নিতে হবে সেই হেয়ার ডাই যা আপনার চুলের কোনও ক্ষতি করবে না। কেনার আগে অবশ্যই দেখে নেবেন তাতে
    যেন অ্যামােনিয়া না থাকে।
  • রঙ করার সময় উপযুক্ত ‘ডেভেলপার ব্যবহার করুন। ডেভেলপার হল এক ধরনের ক্রিম যাতে রয়েছে হাইড্রোজেন পার-অক্সাইড। এটি চুলে রঙ ধরে রাখতে সাহায্য করে।
  • রঙ করা হয়ে যাওয়ার পর খানিক পরেই শ্যাম্পু করে নেবেন না। অন্তত দু’দিন অপেক্ষা করে শ্যাম্পু করুন।
  • ব্যবহার করুন এই প্যাকটি। একটি বাটিতে কলা নিয়ে সেটি ভালাে করে চটকে নিন। এর মধ্যে অলিভ অয়েল দিন আর একটি স্মথ পেস্ট তৈরি করুন। এবার দই আর মধু দিয়ে আরও ভালাে করে মিশিয়ে নিন। এই মিশ্রণ চুলে ভালাে করে মাখিয়ে এক ঘণ্টা অপেক্ষা করুন। তারপর সালফেট-ফ্রি শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে একবার ব্যবহার করুন।

এভাবে যদি আপনি কালার করা চুলের যত্ন নেন, তাহলে কিন্তু চুলের রঙও বজায় থাকবে। আর চুল থাকবে সুন্দর, সতেজ। তাহলে যতই রঙ করুন না কেন, ক্ষতি। হওয়ার সম্ভাবনাই নেই।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes