jamdani

ম্যাট লিপস্টিক অ্যাপ্লাইয়ের পর ড্রাই হয়ে যাচ্ছে ঠোঁট? জেনে নিন সমাধান

মেকআপ করতে পছন্দ করে না, এরকম খুব একটা নেই। মেকআপ করতে পছন্দ করুক আর না করুক, মেয়েদের কাছে বিভিন্ন রকম লিপস্টিকের কালেকশন থাকবেই! অনেকেই বলেন ম্যাট লিপস্টিক অ্যাপ্লাইয়ের পর ঠোঁট ড্রাই হয়ে যাচ্ছে, ফেটে ফেটে গুঁড়ো হয়ে যায়, লং লাস্টিং করে না লিপস্টিক ইত্যাদি। আজ আপনাদের জন্য রইল এরকমই কিছু টিপস।

ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই

  • লিপস্টিক অ্যাপ্লাইয়ের আগে ঠোঁট প্রিপেয়ার করে নেওয়া জরুরি।
  • ম্যাট লিপস্টিকে ফিনিশিং গ্লসি ভাব থাকে না! কিন্তু ওভারড্রাই ফিল যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখা অবশ্যই প্রয়োজন।
  • ম্যাট লিপস্টিক অ্যাপ্লাইয়ের আগে ভালোমানের লিপ বাম বা ভেসলিন দিয়ে ঠোঁট ময়েশ্চারাইজড করে নিন।
  • কিছুক্ষণ রাখার পর একটি টিস্যু দিয়ে এক্সেস লিপ বাম বা ভেসলিন মুছে ফেলুন আলতোভাবে। জাস্ট একটু চেপে মুছে নিলেই হবে।
  • তারপর পছন্দের ম্যাট লিপস্টিক লাগিয়ে নিন।
  • সারাবছরই যদি আপনার ঠোঁটে শুষ্ক ভাব থাকে বা ঠোঁট ফেটে যাওয়ার সমস্যায় ভোগেন, তাহলে রাতে ঘুমানোর আগে আমন্ড অয়েল বা জোজোবা অয়েল দিয়ে একটু ম্যাসাজ করে নিতে পারেন।
  • ঠোঁট ময়েশ্চারাইজড রাখতে রেগ্যুলার অ্যালোভেরা জেলও ব্যবহার করা যেতে পারে, ২০-৩০ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। এতে লিপের খসখসে ভাব কমে যাবে। আর আপনিও ম্যাট লিপস্টিক ব্যবহার করতে পারবেন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes