jamdani

মোবাইলে আসক্তি বাড়িয়ে দিয়েছেন বাচ্চার! তবে দেখুন হাবজি গাবজি-র ট্রেলর

দীপাবলি ও শিশুদিবসকে মাথায় রেখে রিলিজ হলো রাজ চক্রবর্তী পরিচালিত ‘হাবজি গাবজি’র ট্রেলর। সন্তানসম্ভবা হওয়ার আগে অবদি শুভশ্রীর শেষ কাজ ছিল পরিণিতা। যা দর্শকের প্রশংসা কুড়িয়েছে অনেক। তারপরেই ছেলে ইউভানের জন্ম। পরমব্রতর সঙ্গে জুটি বেঁধে কাজ করলেন ‘হাবজি গাবজি’তে।

এখানে তাঁর চরিত্রটি একজন মায়ের। যে চাকরিরতা। বাবাও কর্মরত। বাড়িতে একা ছোট ছেলে। তাকে সামলানোর কেউ নেই। নিঃসঙ্গতায় ভুগতে শুরু করে সে। তাই একদিন ছেলেকে ব্যস্ত রাখতে বাবা-মা তার হাতে তুলে দেয় ভয়ঙ্কর সেই জিনিস। মোবাইল গেম। ডিজিটাল দুনিয়ার জালে আটকে পড়ে খুদে। সেটাই হয়ে ওঠে তার ধ্যানজ্ঞান। গেমে আসক্ত হয়ে যাওযা একটা ছেলেকে ফের জীবনের মূল স্রোতে ফেরানোর গল্পই ‘হাবজি-গাবজি’।

ভিডিও গেমের নেশা, স্মার্ট ফোনের প্রতি জীবন মরণ টান এ তো আজকের শিশু কিশোরদের মধ্যে একটা অত্যন্ত সাধারণ বিষয়। আর সেই সাধারণ অথচ ঘাতক সমস্যার এক অসাধারণ বুনন যে দেখা যেতে চলেছে রাজ চক্রবর্তীর ক্রিসমাস রিলিজ হাবজি গাবজি ছবির মধ্যে, সেটাই নিশ্চিত করছে ট্রেলর। আরও একবার আধুনিক বাবা-মা’কে অনেক বার্তা দিয়ে যাবে রাজ-শুভশ্রীর নতুন সিনেমা, এমনটাই মত সিনেপ্রেমীদের।

সব মিলিয়ে বেশ উপভোগ্য একটা ট্রেলর উপহার দিলেন রাজ চক্রবর্তী। যে ট্রেলর ভাবাবে, শেখাবে অনেক খানি। ছবির কাহিনী ও প্রোডাকশন ডিজাইন করেছেন রাজ স্বয়ং। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ক্যামেরায় রয়েছেন মানস গাঙ্গুলী, ও সম্পাদনায় মহম্মদ কালাম। সঙ্গীত পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes