jamdani

মেধার ভিত্তিতে কাজ পেয়েছি, অকপট টিনা আহুজা

নেপোটিজম নিয়ে বেশ অনেকখানিই তরজা আছে বলিউড জুড়ে। এ নিয়ে স্টার পুত্রকন্যাদের কম হ্যাপা পোহাতে হয় না। বলিউডের এই সরগরম পরিস্থিতিতেই গোবিন্দা কন্যা টিনা আহুজা জানালেন তিনি স্টার কিড হওয়ার জন্য কখনোই অতিরিক্ত সুবিধে পাননি। বলিউড তাঁকে কাজ দিয়েছে নিজের যোগ্যতার হিসেবে।

টিনা আহুজা বলিউডের নাইট্টিজের কমেডি স্টার গোবিন্দার কন্যা। ২০১৫ সালে রিলিজ হওয়া ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’ দিয়ে বলিউডে ডেবিউ। এই ছবিতে অভিনয় করেছিলেন গীতা বসরা এবং ধর্মেন্দ্র। যদিও এই ছবি বক্স অফিসে ব্যবসা করতে পারেনি।

এক সাংবাদিক সম্মেলনে টিনা জানিয়েছে, ‘বাবা কখনোই তাঁকে কাজ পাওয়ার জন্যে সাহায্য করেনি। এক্ষেত্রে যদি নেপোটিজম কাজ করত, তাহলে এতদিনে হয়ত ৩০-৪০ টা ছবিতে সাইন করে ফেলতাম’। আরো বলেন, জীবনে তিনি যা যা চেয়েছেন তাঁর পাশে বাবাকে পেয়েছেন। কিছু বলার আগেই গোবিন্দা সেটাকে মেনে নিয়েছে। তবে তাঁকে যদি কেউ নেপো-কিড বলে, সেটা শুনতে নারাজ অভিনেত্রী। টিনার কথায়, ‘আমি আমার মেধার ভিত্তিতে কাজ পেয়েছি। যা অফার পেয়েছি সবটাই আমার নিজের চেষ্টায়। বাবা সব খোঁজখবর রাখত। কিন্তু তার মানে আমার কাজের পরিসরে কখনো প্রবেশ করারও চেষ্টা করেননি। বাবা কখনো আমাকে ছবিতে কাজের জন্য কাউকে ফোন করেননি। তাই আমাকে কখনোই নেপো-কিড বলা চলে না’।

নব্বইয়ের দশকে সেরা কমেডি স্টার ছিলেন গোবিন্দা। ২০০০ সালের পর থেকে ধীরে ধীরে তাঁর কেরিয়ার নামতে শুরু করে। ২০১৯ সালে শেষবার তাঁকে ‘রঙ্গিলা রাজা’ ছবিতে অভিনয় করতে দেখা যায়। তারপর আর অভিনয় করেননি।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes