jamdani

মেকআপ দীর্ঘস্থায়ী রাখবেন কী কবে?

লক ডাউন প্রায় ওভার। আস্তে আস্তে কাজে যাওয়া শুরু হয়ে গেছে আবার। ঘাম, ধুলাে বালির খপ্পরে স্কিন আবারও ফেস করতে শুরু করেছে, রােজকার দূষণ। গরমে মেকআপ এমনিতেই বিগড়ে যায়। তার ওপর এখন মাস্ক পড়ে বেরােতে হচ্ছে সর্বত্র। আমাদের দেশের আবহাওয়াও কিন্তু এর জন্য অনেকটাই দাযী। প্রতিদিনের। জন্য কিভাবে বেস মেকআপ করলে তা সহজে গলবে না। রইল কিছু টিপস

* প্রথমে মুখ ধুয়ে নিন ভালাে করে। ক্ষারযুক্ত সাবান ব্যবহার করবেন না। একদম। সাবান শুধু যে মেকআপের ক্ষতি করে তা নয় বরং আপনার ত্বকের ক্ষতির কারনও। মুখ ধুয়ে তােয়ালে দিয়ে আলতাে করে মুছে নিন।

* মুখের মৃত কোষগুলাের কারনে মুখের মেকআপ এর স্থায়িত্ব কম হয়। তাই সেগুলাে পরিষ্কার করে নিন। কিভাবে করবেন? একটু চিনি আর জল মিশিয়ে নিন। তারপর সারা মুখে ভালােভাবে সেই স্ক্রাবটি লাগিয়ে নিন। বাদ দেবেন না ঠোটও।

* এরপর মুখে একটু ময়েশ্চরাইজার ক্রিম লাগিয়ে নিন রুক্ষ ত্বক হলে। তৈলাক্ত ত্বক হলে অয়েল ফ্রি ক্রিম লাগান।

* এবার মুখে প্রাইমার মাখুন। মনে রাখবেন, মেকআপ দীর্ঘস্থায়ী করার মূল। কাজটাই করে প্রাইমার। অল্প একটু প্রাইমার নিয়ে পুরাে মুখে মাসাজ করে নিন। তৈলাক্ত এরিয়া বা দাগযুক্ত এরিয়াতে একটু বেশি করে প্রাইমার লাগান।

* ম্যাট জাতীয় ফাউন্ডেশন ব্যবহার করুন। মুখে ভালাে করে ফাউন্ডেশন লাগিয়ে একটু জলের ছিটিয়ে নিন। অপেক্ষা করুন এক মিনিট। এরপর টিস্যু দিয়ে হাল্কা করে মুছে নিন।

* সবশেষে, গায়ের রঙের সাথে মিলিয়ে ফেস পাউডার মুখে লাগিয়ে নিন। চকচকে ভাব আনার জন্য শিমার পাউডার ব্যবহার করতে পারেন।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes