jamdani

মেকআপের একটি লিপস্টিক আর তিনটি কাজ

বলুন তো কোন জিনিসটা না হলে আপনার সাজগোজ মোটেই সম্পূর্ণ হবে না? এক তো কাজল, আর একটি লিপস্টিক! গ্লস, ম্যাট, মেটালিকসের মতো একের পর এক লিপস্টিকের রং আমাদের যেমন সুন্দর করে তোলে, ঠিক তেমনি লিপস্টিকের ছোঁয়ায় মনও ভালো হয়ে যায়। যদি একটি লিপস্টিকেই ফুটিয়ে তোলা যায় একাধিক এফেক্ট! মানে একটা লিপস্টিক কখনও ক্রিম, কখনও গ্লসি, কখনও আবার ম্যাট ফিনিশ দিয়ে পরা যায়, তা হলে কিন্তু স্টাইল আর পকেট, দুটোই বজায় থাকবে।

প্রথমে আপনার সবচেয়ে পছন্দের লিপস্টিকের শেডটা বেছে নিন। এই শেডটিই আপনি টিন্টেড লিপ বাম, চকচকে গ্লস আর পাউডার ম্যাটের মতো করে পরতে পারবেন।

১) টিন্টেড লিপ বাম- আঙুলে অল্প একটু লিপস্টিক নিয়ে ঠোঁটে পরুন। যেহেতু আপনি স্বচ্ছ ফিনিশ চাইছেন, তাই আঙুল দিয়েই লিপস্টিক পরুন। সরাসরি পরতে গেলে রং গাঢ় হয়ে যাবে। এবার উপরে স্বচ্ছ লিপ বাম বুলিয়ে নিন। তাতে রংটা স্পষ্ট হবে, খুব সুন্দর টিন্টেড ফিনিশ পাবেন।

২) চকচকে গ্লস- ঠোঁটে লিপস্টিক পরুন স্বাভাবিকভাবে। এরপর উপর আর নিচের ঠোঁটের ঠিক মাঝামাঝি ট্রান্সপারেন্ট শিমারি গ্লস পরে নিন। মাঝখানে গ্লস পরলে লিপস্টিক ধেবড়ে যাবে না, এতে আপনি দারুণ একটা গ্লসি ফিনিশ পাবেন।

৩) পাউডার ম্যাট- লিপব্রাশে অল্প লিপস্টিক নিয়ে ঠোঁটে লাগিয়ে নিন। এবার ব্রাশ দিয়ে লিপস্টিক পড়ুন, এতে ঠোঁটের আউটলাইন অনুযায়ী নিখুঁত হবে। টিস্যু চেপে বাড়তি চকচকে ভাবটা তুলে দিন। এবার সেকেন্ড কোট লিপস্টিক পরে নিন, টিস্যু চেপে বাড়তি অংশ তুলে ফেলুন। পাউডার ম্যাট ফিনিশের জন্য খুব সামান্য লুজ় পাউডার ঠোঁটে হালকা ছিটিয়ে নিলেই পেয়ে যাবেন আপনার পারফেক্ট লিপস্টিক লুক।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes