jamdani

মুখের কালো দাগ ছোপ মেটাতে চান! ব্যবহার করুন এই ঘরোয়া উপায়

ব্রণ খুঁটে দাগ করে ফেলেছেন, আর সেই দাগ মিলিয়ে যাচ্ছে না কিছুতেই। অনেক কিছু ব্যবহার করেও দূর হচ্ছে না দাগ। নিচে রইল সেরকমই কিছু টিপস আপনাদের জন্য।

কি কি লাগবে?

  • বেসন, হলুদ, লেবু পাতা, আলু।
  • বেসন স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। সান ট্যান রিমুভ করে।
  • হলুদে প্রচুর অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপ্টিক উপাদান থাকে। যা স্কিনকে গ্লো করতে সাহায্য করে।
  • লেবু পাতার মধ্যে রয়েছে ন্যাচারাল ক্লিনজিং প্রোপার্টিস। যা ব্রণের দাগ দূর করতে সাহায্য করে।
  • আলু স্কিনের ডার্ক স্পট, পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে। এছাড়া সান ট্যান রিমুভ করে স্কিনকে লাইটেনিং করে।


কীভাবে বানাবেন ফেস মাস্কটি-
প্রথমে আলু থেতো করে রস আলাদা করে নিন। এর সাথে ৪-৫টি লেবু পাতা ব্লেন্ডারে অল্প জল দিয়ে ব্লেন্ড করে নিন। এবার এর রসটাও আলাদা করে নিন।
এবার একটি বাটিতে ২ চা চামচ বেসন, এক চিমটে হলুদ গুঁড়ো, ২ চামচ আলুর রস এবং ২ চামচ লেবু পাতার রস নিয়ে ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিন।
ফেসমাস্কটি লাগানোর আগে ভালো করে মুখ ধুয়ে নেবেন। এবার যেখানে যেখানে দাগের পরিমাণ বেশি সেইসব জায়গাগুলোতে লাগিয়ে রাখুন। পুরো মুখে লাগাতে হবে না। ১০-১৫ মিনিট পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন।
এই ফেসমাস্কটি সপ্তাহে দু’বার ব্যবহার করুন। দেখবেন আস্তে আস্তে দাগ মিলিয়ে যাচ্ছে। আর আপনার ত্বক হয়ে উঠছে প্রাণবন্ত।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes