jamdani

মিমি’কে জন্মদিনে শুভেচ্ছা জানালেন আদরের ‘জিজা’

তাঁদের দাম্পত্য সম্পর্ক আর যাই থাক।  সবাই বুঝেও গিয়েছে কি হতে চলেছে। কিন্তু তার জন্যে অন্য সম্পর্কগুলো তো আর জলে ফেলে দেওয়া যায় না। এমনটাই করলেন অভিনেত্রী নুসরত জাহানের স্বামী নিখিল জৈন। কিছুদিন আগেই নুসরতের বোনকে সি-অফ করতে দিল্লি পৌঁছেছিলেন নিখিল। এবার নুসরতের বনুয়া মিমি চক্রবর্তীর জন্মদিনে জানালেন শুভেচ্ছা।

নিখিল নুসরতের রূপকথার বিয়ে হয়েছিল ইস্তানবুলে। ডেস্টিনেশন ওয়েডিং ছিল বেশ সাজানো গোছানো। সেই বিয়ের পরিণতি যে এরকম হবে তা কে জানত। তবে সেসব ভুলে নিখিল মিমির জন্মদিনে পোস্ট করলেন শ্যালিকা-জিজুর ছবি। লিখলেন ‘শুভ জন্মদিন শক্তি আর পজিটিভিটি আসুক জীবনে। কোনও শৃঙ্খলাই উঁচু নয় আমাদের ইচ্ছের সামনে’।

 

View this post on Instagram

 

A post shared by Nikhil Jain (@nikhiljainoffcl)

অন্যদিকে মিমির সঙ্গে নুসরতের বন্ধুত্বেও চিড় ধরেছে এরকম জল্পনা দূরে সরিয়ে বোনুয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নুসরত জাহানও। নুসরত তাঁর ইনস্টা স্টোরিতে লিখেছেন, ‘শুভ জন্মদিন বোনুয়া! তোকে জানাই অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, এইভাবেই হাসতে থাক’।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes