jamdani

মাস্ক পরে স্পাইডারম্যান, স্পাইডারম্যান ৩-র ছবি আনলেন সামনে

মার্ভেল কমিকস-এর স্পাইডারম্যান সবারই ভীষণ প্রিয়। সম্প্রতি স্পাইডারম্যান সিরিজের পরবর্তী ছবি স্পাইডারম্যান ৩-র ছবি প্রকাশিত হলো। সেখানে দেখা যাচ্ছে স্পাইডারম্যান মাস্ক পড়ে রয়েছেন মুখে। টম হল্যান্ড সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখেছেন, ‘ মাস্ক পরুন, আমিও পরেছি দুটো’। এই সিরিজের শেষ ছবি মুক্তি পেয়েছিল ২০১৯ এ। সেখানে পিটার পার্কারের পরিচয় বলা হয়েছিল।


সুপার হিরো মাস্ক পড়ে এবার লড়বেন খারাপ শক্তির বিরুদ্ধে। আগামী ছবিতেও ইলেক্ট্রোর ভূমিকায় দেখা যাবে জেমি ফক্স এবং জে জোনাহ্‌ জেমসনের ভূমিকায় জেকে সিমন্স। তবে নতুন ছবিতে ‘‌ডেইলি বিউগল্‌’ ‌দৈনিক খবরের কাগজের বদলে দেখানো হবে খবরের ওয়েবসাইট। ডক্টর স্ট্রেঞ্জের ভূমিকায় অভিনয় করার কথা এখনও পর্যন্ত বেনেডিক্ট কাম্বারব্যাচের। নেটিজেনদের মধ্যে বেশ সাড়া পড়েছে এই খবর প্রকাশে। অনেকেই বলছেন,’ কোভিড স্পাইডার ম্যান !!! সঠিক কাজ করছে এবং মাস্ক পড়েছে।’

 

View this post on Instagram

 

Wear a mask, I’m wearing two…

A post shared by Tom Holland (@tomholland2013) on


আপাতত খবর যে, ২০২১-এর ডিসেম্বরে আসছে স্পাইডার ম্যান ৩। আগের দুটি ছবির পরিচালক জন ওয়াটস্‌ই এই ছবিও পরিচালনা করবেন।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes