jamdani

মালয়ালি ছবি ‘জাল্লিকাট্টু’ ভারতের প্রতিনিধিত্ব করবে অস্কারের মঞ্চে

৯৩ তম অ্যাকাডেমি পুরষ্কার অনুষ্ঠিত হতে চলেছে আগামী বছর। যেখানে ভারতের প্রতিনিধিত্ব করবে মালয়ালম ছবি ‘জাল্লিকাট্টু’। অস্কার নির্বাচনের চূড়ান্ত বাছাই পর্বে বুধবার জানানো হলো নাম। চলচ্চিত্র জগতের সব থেকে বড়ো পুরষ্কারের আসরে ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে মনোনয়নের জন্য ভারতের তরফে পাঠানো হচ্ছে এই ছবি। লিজো জোশের পরিচালনায় তৈরি হয়েছে জাল্লিকাট্টু। হরিশের লেখা ছোটগল্প ‘মাওইস্ট’ অবলম্বনে তৈরি এই ছবির কাহিনি। জাল্লিকাট্টুতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অ্যান্টনি ভারগেসে, চেমবান বিনোদ জোসে, সভুমন আবদুসমাদ সহ আরও অনেকে।

লনাড়ুর বিতর্কিত ষাঁড়কে কাবু করবার প্রথা জাল্লিকাট্টু রয়েছে এই ছবি কেন্দ্রবিন্দুতে। ‘মানুষ এবং পশুর মধ্যেকার বিভেদ রেখা যে ক্রমেই মুছে যাচ্ছে’, সেই কাহিনি ধরা পড়ে এই ছবিতে।

অস্কার মনোনয়নের লিস্টে ছিল মোট ২৭টি ছবি।  যে তালিকায় ছিল ‘দ্য ডিসাইপেল’, ‘ভোঁসল’,  ‘ছলাং’, ‘শকুন্তলা দেবী’,  ‘গুঞ্জন সাক্সেনা’,  ‘ছপাক’,  ‘গুলাবো-সিতাবো’,  ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’,  ‘অটকন চটকন’,  ‘চিন্টু কা বার্থ ডে’,  ‘বিটার-সুইট’-এর মতো ছবি। তবে হিন্দি, মরাঠি, ওড়িয়া সহ যাবতীয় ভাষার ছবিকে পিছনে ফেলে ভারতের প্রতিনিধিত্ব করবার সম্মান পেল জাল্লিকাট্টু। রাহুল রাওয়েলর নেতৃত্বাধীন ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার বিচারকমন্ডলী এদিন জাল্লিকাট্টুকে ভারতের অস্কারের প্রতিনিধি হিসাবে বেছে নেন।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes