jamdani

মালয়শিয়ান পাইলট মাটিতে বিক্রি করছেন নুডল’স

এই প্লেন-এ উঠতে গেলে আপনাকে সিটের বেল্ট বাঁধতে হবে না সুরক্ষার জন্য। তবে আরও একটু বেশি খাওয়ার জন্য বেল্ট-এর হুক ঢিলে করতে হতে পারে। এক্টূ চমকে গেলেন কি! তাহলে বলি, সম্প্রতি মালয়শিয়ায় একটা নুডল’স শপ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে তার লুক আপ এর জন্যে।


প্রতিদিন সকালবেলা’ক্যাপ্টেন কর্নার’ নামে এক নুডল’স শপ খুলে যায় নিত্যযাত্রীদের জন্যে। যেখানে খাবার বানানো এবং পরিবেশন করেন সাদা ইউনিফর্ম ও কালো ক্যাপ্টেন টুপি পড়া মহম্মদ জাওয়াই। রোজ ভোরবেলা তিনি ক্যাপ্টেনের পোশাক পরে কাজে বেরোন। তবে সেই কাজটা হয় নুডল স্টলের। দুই দশক ধরে বিমানবন্দরে কাজ করা মালয়শিয়ার পাইলট আজরিন জাওয়াই লকডাউনে কাজ হারানো হাজার হাজার কর্মীদের মধ্যে একজন। যার চাকরি হারিয়ে গেছে করোনাভাইরাসের প্রকোপে।

আর তাই রুজি রোজগারের চেষ্টায় খুলে বসেছেন এই নুডলস শপ। কিন্তু নিজের আত্মমর্যাদা ছাড়েননি। ক্যাপ্টেনের পোশাক পড়েই তিনি কাজ করে যাচ্ছেন। মহামারীতে কাজ হারানো মানুষদের জন্যে এক বার্তাও পৌঁছে দিতে চান তিনি,’চ্যালেঞ্জকে জড়িয়ে ধরুন এবং কখনই হাল ছাড়বেন না … এটি বিমান উড়ানোর মতো, আমরা সবসময় এগিয়ে যাই।’

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes