jamdani

মানহানির মামলা করলেন সলমান খান কামাল আর খানের বিরুদ্ধে! কিন্তু কেন?

বেজায় চটেছেন ভাইজান। তাও আবার KRK-এর ওপর। যার ফলে ফের বিপদে পড়লেন বিতর্কিত অভিনেতা এবং স্বঘোষিত ফিল্ম সমালোচক কামাল আর খান। সদ্য মুক্তি পাওয়া রাধে, ছবির অভিনেতা সল্লু মিঞ্চার সমালোচনা করেছেন কামাল খান। আর সেই সমালোচনা পড়েই বেজায় চটেছেন ভাইজান। সম্প্রতি সলমান খানের লিগাল টিম কামাল আর খানকে আইনি নোটিশ পাঠিয়েছে। সমস্যা এতটাই জটিল আকার ধারণ করেছে যে, মুম্বইয়ের একটি আদালতে অভিযুক্তের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন ভাইজান।


পরিপ্রেক্ষিতে কামাল আর খান নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই নোটিশের ছবি শেয়ার করে লেখেন, ‘প্রিয় সলমান খান। এই মানহানির মামলাই প্রমাণ করে আপনি কতটা হতাশ এবং একই সঙ্গে নিরাশায় ভুগছেন! আমি আমার অনুগামীদের জন্যে রিভিউ লিখি, এটাই আমার কাজ। আমাকে রিভিউ লেখা থেকে আটকানোর চেয়ে আপনি বরং ভালো ছবি তৈরির দিকে মন দিন। আমি সত্যের জন্যে লড়াই করি। মামলার জন্যে অনেক ধন্যবাদ।’এখানেই শেষ নয়। মজা করে কেআরকে বলেন, আদালতে মামলার নামটি বড়ই মজার হবে খান বনাম খান! তাঁর বক্তব্য, ‘কোনও প্রযোজক বা অভিনেতা যদি আমাকে তাঁর ছবির রিভিউ করতে বারণ করেন আমি তার মর্যদা দিই। কিন্তু মানহানির মামলা করে ভাইজান প্রমাণ করলেন রাধে-র রিভিউ তাঁর উপর কতটা প্রভাব ফেলেছে। ভবিষ্যতে ওঁর আর কোনও ছবির রিভিউ আমি করব না।’
এখন দেখার বিষয়, এই জল কতদূর গড়ায়।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes