jamdani

মাদক যোগ : এনসিবি-র হাতে আটক সৌভিকের পরিচিত জায়েদ ভিলাত্রা

সুশান্ত মৃত্যু তদন্তে এলো নতুন মোড়। এনসিবি-র হাতে আটক হলো রিয়ার ভাই সৌভিকের পরিচিত ব্যক্তি।

খবর অনুসারে,  সৌভিকের পরিচিত বাসিত পরিহার ও সূর্যদীপ মালহোত্রর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ধৃত মাদক পাচারকারী জায়েদ ভিলাত্রার। অভিযোগ, ধৃত সৌভিকের বন্ধুকে মাদক সরবরাহ করত। গতকাল অন্ধেরি থেকে ওই বাসিতকে পাকড়াও করে এনসিবি।

সুশান্তের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই সামনে এসেছে ড্রাগ-লিঙ্ক। তদন্তে নেমেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এই প্রেক্ষাপটে গতকাল মুম্বইয়ে এনসিবি-র হাতে গ্রেফতার হল এক ড্রাগ কারবারি। যার সঙ্গে রিয়ার ভাই সৌভিকের যোগাযোগ ছিল বলে অভিযোগ।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রের দাবি, কয়েকদিন আগে অন্য একটি মামলার সূত্রে তল্লাশি অভিযান চালাতে গিয়ে করণ এবং আব্বাস নামে দু’জনকে ড্রাগ-সহ গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ‘বাড’ নামে একধরনের ড্রাগ।

এদিকে রিয়া চক্রবর্তীর মোবাইল ফোন থেকে যে হোয়াটসঅ্যাপ চ্যাট রিট্রিভ করা হয়, তাতেও বাড নামে ড্রাগের উল্লেখ ছিল। এই সুত্র ধরে তদন্তকারীদের মনে সন্দেহ জাগে, তাহলে কি দুইয়ের মধ্যে কোনও যোগসূত্র আছে? এনসিবি সূত্রে দাবি, করণ এবং আব্বাসকে জিজ্ঞাসাবাদ করেই আরেক ড্রাগ কারবারির হদিশ মেলে। তাকে গ্রেফতার করার পরই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। এনসিবি সূত্রে দাবি, ড্রাগ কারবার নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদে আরও তিনটি নাম উঠে এসেছে। এঁরা হলেন, ফারুখ বাটাটা, সুবেদ লোহিয়া এবং বকুল চান্দেরিয়া। এনসিবি সূত্রে দাবি, ফারুখ বাটাটার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগ আছে।

মুম্বইয়ের হাইপ্রোফাইল সেলিব্রিটিদের সঙ্গে ফারুখ বাটাটার বেশ ভালো সম্পর্ক। বলিউডের অনেক নামীদামি ব্যক্তিকে ফারুখ বাটাটা ড্রাগ জোগান দেয়। সুবেদ লোহিয়ার বিরুদ্ধেও রয়েছে একই অভিযোগ।

যদিও, সুবেদের বিরুদ্ধে কোনও ড্রাগ সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলেনি। আর ড্রাগ কারবারে এই দু’জনের থেকেও পুরনো বকুল চান্দেরিয়া।

সূত্রের দাবী, কোকেন এবং এলএসডি-র বড় সাপ্লায়ার বকুল। ২০১২ সালে জুহুর একটি পার্টি থেকে বকুলকে গ্রেফতার করে ক্রাইম ব্রাঞ্চ। সেই পার্টিতে কয়েকজন সেলিব্রিটিও ছিল বলে অভিযোগ।

এদিকে, গতকালের পর আজ ফের রিয়া চক্রবর্তীর বাবাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। পাশাপাশি, আজ আবার ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন ব্যবসায়ী বরুণ মাথুর। সুশান্তর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল বলে সূত্রের খবর।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes