jamdani

মাথায় ঘাম জমছে, স্ক্যাল্পকে রাখুন তরতাজা

গরমটা বেজায় পড়েছে। এদিকে এসিতেও সমস্যা। কিন্তু তাই বলে গরম তো আর শুনবে না। আদ্রর্তা, গরম দুই মিলে ঘামে জর্জরিত। মাথার তালুতেও জমে যাচ্ছে ঘাম। আর এর থেকে তৈরি হচ্ছে সমস্যা। জেনে নিন কি করবেন-

শ্যাম্পু করুন একদিন পর পর

সপ্তাহে দু’বার বা তার থেকে তিনবার, বেশি শ্যাম্পু করা ঠিক নয়। মাথায় ঘাম জমলে উপায় নেই। হাতে শ্যাম্পু নিয়ে হালকা মাসাজ করে নিন। চুলে কন্ডিশনার অবশ্যই লাগাবেন। এতে স্ক্যাল্প ও চুল দুইই ভালো থাকবে।

সারাক্ষণ চুল বেঁধে রাখবেন না
যারা চুল কাটার সাহস পাচ্ছেন না? যদি চুল না কাটেন, তা হলে লম্বা চুল কিন্তু সারাদিন বেঁধে রাখবেন না! গরম এড়াতে অনেকে সেই কাজটাই করেন, ফলে চুলের গোড়ায় খুব ঘাম জমে যায়। মাঝেমাঝে চুল খুলে পাখার নিচে বসে থাকুন,  আর ভালো করে চুলটা শুকিয়ে নিন।

ভেজা চুল বাঁধবেন না
ভেজা অবস্থায় চুল বেঁধে রাখলে চুলের ক্ষতি তো হয়ই, চুলের গোড়ায় ঘামও জমতে থাকে। ভালো করে চুল শুকিয়ে তারপর আলগা করে বেঁধে রাখবেন। খুব টাইট করে বাঁধলে চুলের গোড়ায় চাপ পড়ে এতে দুর্বল হয়ে যাবে চুল।

ছোট করে কেটে নিন চুল

গরমে চুল ছোট করে কেটে নিন। এতে আরাম পাবেন। স্ক্যাল্প ভালো থাকবে।

হেয়ার মাস্কের উপর ভরসা রাখুন
কিছু কিছু হেয়ার মাস্ক চুলে ঘাম ও তেল জমা করে। এক্ষেত্রে ৩ টেবিলচামচ লেবুর রসের সঙ্গে দু’ টেবিলচামচ ডাবের জল মিশিয়ে নিয়ে সেটা স্ক্যাল্পে ভালো করে ঘষে ঘষে মেখে নিন। ১৫ মিনিট রাখুন, তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। স্ক্যাল্প হবে পরিষ্কার, চুলের মধ্যে একটা তরতাজা গন্ধও থাকবে।

পিপারমিন্ট অয়েলের ম্যাজিক

শ্যাম্পু বা তেল মেখে নেওয়ার আগে তাতে কয়েক ফোঁটা পিপারমিন্ট অয়েল মিশিয়ে নিন। পিপারমিন্ট অয়েলে বেশ কিছু অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ রয়েছে যা আমাদের স্ক্যাল্পকে ফ্রেশ রাখে। চুলে ঘাম জমতে দেয় না।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes