jamdani

মাথায় অতিরিক্ত ঘাম হলে কী করবেন?

মাথার অতিরিক্ত ঘাম শুধু যে বিরক্তিকর তাই নয় এর থেকে মাথায় দুগন্ধ সৃষ্টি হয়এমনকি চুল পড়ার সমস্যাও হতে পারেএর জন্য যা করবেন। 

  • চা চামচ অ্যাপেল সিডার ভিনিগার নিন, তার সাথে সমপরিমাণে ইষদুষ্ণ গরম জল মিশিয়ে নিন।
  • হালকা হাতে স্কাল্পে মাসাজ করে রেখে দিন ৩০মিনিট।
  • এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। ঘামের সমস্যা কমে যাবে। চুল হবে হেলদি। 

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes