jamdani

মাতৃহীন অরিজিৎ সিং

শোকের ছায়া সিং পরিবারে। বুধবার রাত এগারোটা নাগাদ করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সংগীতশিল্পী অরিজিৎ সিং-এর মা অদিতি সিং । পরিবার সূত্রের খবর, চিকিৎসার জন্য জিয়াগঞ্জ থেকে প্রথমে বহরমপুর মাতৃসদন ও পরে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। তারপর একমো ভেন্টিলেশনে ছিলেন তিনি। তার মাঝেই হয় ব্রেন স্ট্রোক। সেখান থেকেই শরীরের অবনতি। প্রয়োজন হয় রক্তের। “এ” নেগেটিভ রক্তের প্রয়োজন ছিল। বিরল ব্লাড গ্রুপ হওয়ায় তা পাওয়া ছিল চ্যালেঞ্জ। এগিয়ে আসেন বেশ কয়েকজন। রক্ত দেওয়ার পর অবস্থার একটু উন্নতিও হয়েছিল। তবে পাশাপাশি চলছিল কিডনি ডায়ালাইসিসও। এরপর একে একে সব অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় তাঁর। অবশেষে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় অদিতি দেবীর।মাকে হারিয়ে শোকস্তব্ধ অরিজিত ও বোন অমৃতা।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes