jamdani

মহিলা সুরক্ষায় বেঙ্গালুরু : বাস, মেট্রোয় নিয়োগ মহিলা গার্ড

সম্প্রতি সারা দেশে মেয়েদের সুরক্ষা নিয়ে যেভাবে গণমাধ্যমে তােলপাড় শুরু হয়েছে, তারই মধ্যে সেফটির জন্যে এগিয়ে আসতে শুরু করেছেদেশের বিভিন্ন শহরগুলােও। বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপাের্ট করপােরেশন মহিলা প্যাসেঞ্জারদের সেফটির জন্যে এগিয়ে এসেছেন। বিএমটিসি জানিয়েছে, ১২টি মেজর বাস স্টেশনে মহিলা গার্ড নিয়ােগ করা হয়েছে। যারা ভাের ৬ টা থেকে রাতের লাস্ট বাস ছেড়ে যাওয়া অবধি ডিউটি দিয়ে যাবেন। মহিলা সিকিউরিটির জন্য স্টেশন/ ট্রাফিকে তৎপর থাকবেন সবসময়। বাস স্ট্যান্ডে বসার জায়গা ছাড়াও, বাচ্চাদের ফিডিং রুম, ওয়াশ রুম, গ্লাস পার্টিশন, বাসের মুভমেন্ট ট্র্যাক সব বিষয় থাকছে এর মধ্যে। 

একইসঙ্গে বেঙ্গালুরু মেট্রো রেল করপােরেশন শুরু করেছে প্রতিটা ট্রেনে মহিলা গার্ডের মােতায়েন, যারা রাত ১০টার পর সেফটির দায়ীত্বে থাকবেন। মেট্রোর ফার্স্ট টু ডােরে থাকবে এই গার্ড। সম্প্রতি বিএমআরসিএল নােটিশ জারি করেছেন, প্রত্যেক মহিলা যেন সেল্ফ ডিফেন্স এর জন্য নিজের কাছে একটা পেপার স্প্রে রাখে। 

তথ্যসূত্র : টাইমস অফ ইণ্ডিয়া 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes