jamdani

‘মম টু বি’ শুভশ্রী শেয়ার করলেন ছবি

আর মাত্র কয়েকটা দিন। সেপ্টেম্বরেই ভূমিষ্ট হতে চলেছে রাজশুভশ্রীর প্রথম সন্তান। আপাতত অপেক্ষার প্রহর গুনছেন হবু বাবা-মা। নতুন অতিথির জন্য মম টু বি প্রচন্ড উৎকণ্ঠায়।। পেটের মধ্যে ছােট্ট ছােট্ট পায়ে লাথি মারছে খুদে। সােমবার ফ্লোরাল প্রিন্টের ফ্রকে ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা একটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পােস্ট করেছেন শুভশ্রী। ক্যাপশনে লিখেছেন, কারাের লাথি মারার অনুভূতি যে এতটা সুন্দর, তা কোনওদিনই স্বপ্নেও ভাবিনি’। ছবি পােস্ট করার মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়েছে সােশ্যাল মিডিয়ায়। শুভেচ্ছার বন্যায় ভাসছে তার ইনস্টার দেওয়াল। 

শুভশ্রীর সাধ ভক্ষণের অনুষ্ঠানও হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বাড়িতেই কোয়ালিটি টাইম কাটাচ্ছেন অভিনেত্রী। প্রেগন্যান্সি পর্বের অনেক ছবিও পােস্ট করছেন। আর অপেক্ষা করছেন নতুন সদস্যকে তাঁদের জীবনে স্বাগত জানানাের।

ছবিঃ ইনস্টাগ্রাম

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes