jamdani

‘মন ভালো নেই’ খাবারেও অনীহা, সুশান্তহীন এক বছর পরও চোখ ছলছল ‘ফাজের’ 

সারাদিন মন খারাপ নিয়ে শুয়ে থাকছে অথবা সুশান্তের ছবি দেখে চোখ ছলছল হয়ে উঠছে আজও তার। কারণ মন ভালো নেই ফাজের। সুশান্তের প্রিয় পোষ্য ‘ফাজ’। ওরা বলতে পারেনা। তবে  যন্ত্রণা অনুভব করতে পারে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল গোটা দেশজুড়ে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই শোকের ছায়া এক বছর পর অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। কিন্তু ফাজ আজও ভুলতে পারেনি তার প্রিয় বন্ধু সুশান্তকে। প্রয়াত অভিনেতার সঙ্গে মুম্বইয়ের ফ্ল্যাটে থাকত সে। অভিনেতা মারা যাওয়ার পর এখন সে সুশান্তের বাবা কেকে সিং রাজপুতের সঙ্গে থাকে। সুশান্তের মৃত্যুবার্ষিকীতে ফাজের একটি ছবি নিজের ঘরের দেওয়ালে রাখেন সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং। সুশান্তের ছবি সামনে মাথা নীচু করে মন খারাপ করে শুয়ে আছে ফাজ।

ক্যাপশনে অভিনেতার দিদি জানিয়েছেন, ‘ তোমার সঙ্গে যাঁরা ছিল তাঁরা খুব ভালো করেই জানে, তাঁদের বড় মূল্য দিতে হবে। কর্মের আইন হল শক্তির আইন। তা নির্ভুল এবং অবর্ণনীয়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এই পাপের জন্য যাঁরা দায়ী, শিবের ক্রোধ তাঁদের সকলের উপর যেন এসে পড়ে ‘।

গত বছর ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। এরপরই তাঁর প্রিয় পোষ্য ফাজের দায়িত্ব নিয়েছে তাঁর বাবা।

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকীতে তিন দিদি প্রিয়াঙ্কা সিং, মিতু সিং এবং নীতু সিং একসঙ্গে হয়েছিলেন, ভাইকে স্মরণ করতে। প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে ভাইকে স্মরণ করার মুহূর্তের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। সঙ্গে সুশান্তের উদ্দেশ্যে লম্বা একটা নোট লেখেন। পাশাপাশি পোষ্য় ফাজের ছবিও শেয়ার করেন তিনি।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes