ভুপাল শহরের মধ্যে সেই রকম কিছু দেখার বিষয় না থাকলেও ঘুরে আসতে পরেন শহরের আশপাশ। গাড়ি ভাড়া করে বেড়িয়ে আসতে পারেন উদয়গিরি গুহা, বিদিশা ও সাঁচি। উদয়গিরি আসলে প্রাচীনকালে পাহাড়ের গায়ে নির্মিত একগুচ্ছ গুহামন্দির। কিছু হিন্দু মন্দির থাকলেও বেশিরভাগই জৈন মন্দির। এখান থেকে ৬-৭ কিলােমিটার দুরেই অবস্থিত বিদিশা শহর। মধ্যযুগের অনেক ঐতিহাসিক নির্মাণ ছড়িয়ে আছে এই শহরের আনাচে-কানাচে। এদের মধ্যে প্রধান হল বীজমণ্ডল। বিদিশা থেকে ভুপাল ফেরার পথে ৭ কিলােমিটার দূরে অবস্থিত অন্যতম বৌদ্ধতীর্থ সাঁচি। সম্রাট অশােকের উদ্যোগে নির্মিত সাঁচিকে ভারতের ঐতিহাসিক পর্যটন মানচিত্রে অন্যতম শীর্ষবিন্দু করে তুলেছে। অনেকগুলি বৌদ্ধস্তৃপ, মন্দির, শিল্পমণ্ডিত তােরণ প্রভৃতি নিয়ে তৈরি সাঁচি। সাঁচি থেকে ভুপাল ফিরতে দূরত্ব অতিক্রম করতে হবে প্রায় ৪৭ কিলােমিটার।
কীভাবে যাবেন:
হাওড়া থেকে সরাসরি ভুপাল যায় দু’টি ট্রেন – শিপ্রা এক্সপ্রেস (২২৯১১) ও কলকাতা এক্সপ্রেস (১৯৪১৩)। সময় লাগবে প্রায় ২৬ ঘন্টা ৪০ মিনিট। এছাড়াও আপনি কলকাতা থেকে বিমানে করে চলে যেতে পারেন রাজা ভােজ আন্তজাতিক বিমান বন্দরে। এই বিমান বন্দর থেকে ভুপাল শহর ১৫ কিলােমিটার দূরে অবস্থিত।
কোথায় থাকবেন
মধ্যপ্রদেশ পর্যটনের পলাশ রেসিডেন্সি (০৭৫৫২৫৫৩০০৬) এ সি ডবল রুম ৪৭০৮ টাকা প্রতি রাত (ব্রেকফাস্ট-সহ)।
হােটেল লেকভিউ (২৬৬০০৯৩) এ সি রুম ৪৭০৮ টাকা প্রতি রাত (ব্রেকফাস্ট-সহ)। হােটেল উইন্ড অ্যান্ড ওয়েভস, এ সি ডবল রুম ৪১৩০ টাকা প্রতি রাত (ব্রেকফাস্ট-সহ)।
কোথায় খাবেন ও কী খাবেন।
চাটোরি গলি: ভুপালের যে কোনও জায়গা থেকে অটো রিক্সা চড়ে বলুন চাটোরি গলি যাবেন। নিশ্চিন্তে পৌঁছে যাবেন সেখানে। মাংসপ্রেমীদের স্বর্গভূমি এই গলি। মাংস এবং মাছের বিভিন্ন প্রিপারেশন বিক্রি করে অনেকগুলি ছােটো ছােটো দোকান।
পাঞ্জাব গ্রিল (০৮১৩০৫৯৪৬৫৭): ডি বি মলে অবস্থিত পাঞ্জাব গ্রিল। এখানকার লস্যি, অমৃতসরি কুলচা ও বিরিয়ানি টেস্ট করে দেখতে পারেন।
মনােহর ডেয়ারি (০৭৫৫৪০৪০৪০৬): মহারানা প্রতাপনগরে জ্যোতি টকিজের কাছে অবস্থিত মনােহর ডেয়ারি। এখানকার কাজু কাটলি, পনির জিলাবি, রসমালাই ও কুলফি ফালুদা অবশ্যই টেস্ট করবেন।
লােকাল ফুড: ফালুদা, পান, রােগান যােশ, ডাল বাফলা।
কেনাকাটা: ভুপালের চক মার্কেট থেকে কিনতে পারেন সিলভার জুয়েলারি, ব্যাগ, হ্যান্ডলুম কাপড় ও ট্র্যাডিশনাল ভুপাল আর্ট ওয়ার্ক। এ
ছাড়াও ভুপালের স্মৃতি হিসাবে কিনতে পারেন পিঠোরা পেইন্টিংস। বিতান মার্কেট থেকে কিনতে পারেন সিল্কের জামাকাপড়।
* এই অস্থির সময়ে কোথাও বেড়াতে যেতে হলে সমস্ত নিয়মাবলী, সুরক্ষা ও ওই জায়গার সম্পর্কে খোঁজ খবর নিয়ে যাওয়াই ভালাে।
রোটাং সফর মানালি পৌঁছানোর রাতেই তুষারপাতের অভিবাদন গ্রহণ করে পরদিন... Read More
'ক'-এ কলকাতা থেকে কন্যাকুমারীর মধ্যে কোথাও ক্লাভের অ্য়ানুয়াল মিট হবে... Read More
বেড়াতে যাওয়ার সময় মনের মধ্যে একটা আনন্দ কাজ করে। তাই... Read More
সিমলা থেকে মানালি, আমাদের যাত্রাপত্রের মধ্যে কুলু পেরোনোর পর থেকেই... Read More
অসমের ডিব্ৰু-সাইখােয়া অভয়ারণ্যের সান্নিধ্যে দু’দিন কাটিয়ে চলেছি অরুণাচলের পথে। ডেস্টিনেশন... Read More
বৈশাখী নার্গিস || ‘নদীতটে শিবির-সম্মুখে সেকেন্দার ও সেলুকাস অস্তগামী সুর্য্যের... Read More
আধ ঘন্টার মধ্যে গাড়ি এসে থামল রাজাভাতখাওয়া নেচার ইনফর্মেশন সেন্টারের... Read More
ঘরের কাছে নেপাল ভ্রমণ অজানার আনন্দে মন উদ্বেলিত হয়ে ওঠে... Read More
চিরকালই বাঙালি তথা সমগ্র ভ্রমণপিপাসু ভারতবাসীর কাছে রাজস্থান হল প্রাণকেন্দ্র।...
পাঁচমাড়ির প্রাকৃতিক সৌন্দর্যের কোনও তুলনা হয় না। মহাভারতের কাহিনি যুক্ত...
অসমের ডিব্ৰু-সাইখােয়া অভয়ারণ্যের সান্নিধ্যে দু’দিন কাটিয়ে চলেছি অরুণাচলের পথে। ডেস্টিনেশন...
নীল আকাশের নীচে পাহাড়ের গায়ে সবুজ চা-বাগিচার টোডা উপজাতির বাসভূমি...
চেন্নাই থেকে ৭৬ কিমি দূরে কাঞ্চিপুরম ও ৬০ কিমি দূরে...
ঘরের কাছে নেপাল ভ্রমণ অজানার আনন্দে মন উদ্বেলিত হয়ে ওঠে...
ঘুরতে পছন্দ করেন না এরকম মানুষ পাওয়া খুব মুশকিল। আর...
ভুপাল শহরের মধ্যে সেই রকম কিছু দেখার বিষয় না থাকলেও...
'ক'-এ কলকাতা থেকে কন্যাকুমারীর মধ্যে কোথাও ক্লাভের অ্য়ানুয়াল মিট হবে...
যেহেতু আমরা বৈজনাথের দিক থেকে আসছি, পালামপুর শহরের ৪...