jamdani

মধ্যপ্রদেশে আবিষ্কৃত হলো সাতটি ডাইনোসরের ডিম

কেমন হতো এখন যদি ডাইনোসর ঘুরে বেড়াত আমাদের চারপাশে। কিংবা এখনো চরে বেড়াত জঙ্গলে সেই দানোর মতো প্রাণীরা। যদিও এখন এমনটা হওয়ার নয়। বহু যুগ আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে সেই প্রাণী। আর ফেলে আসা সেই প্রাচীন যুগের সাতটি ডিম আবিষ্কার করেছেন নৃতত্ত্ববিদরা সাম্প্রতিককালে।

বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মণ্ডলা জেলায় ক্রিটাসিয়াস পিরিয়ডের নিরামিষাশী ডাইনোসরদের ডিম পাওয়া গেছে। ৬৫ মিলিয়ন বছর আগে দাপিয়ে বেড়ানো সেই ডাইনোসরেরা মূলত নতুন প্রজাতির, এমনটাই ধারণা করছেন বৈজ্ঞানিকেরা।


ডিমগুলো একেকটার ওজন প্রায় ২.৬ কেজি আর গড় পরিধি ৪০ সেন্টিমিটার। এই ডাইনোসরগুলি সম্ভবত দূরবর্তী অঞ্চল থেকে এই অঞ্চলে নদীর তীরে ডিম দেওয়ার জন্য আসত। ডিমগুলি একটি নতুন প্রজাতির বেকড বা সওরোপড ডাইনোসরের অন্তর্ভুক্ত বলে মনে করা হচ্ছে।

প্রফেসর কাথাল জানিয়েছেন, ভারতের প্রথম ডাইনোসর জীবাশ্ম ১৮২৮ সালে কর্নেল স্লিম্যান মধ্য প্রদেশের জবলপুর জেলার সেনানিবাস এলাকায় আবিষ্কার করেছিলেন। পরে, মধ্য প্রদেশের ধর জেলার নিকটবর্তী কুচি অঞ্চল থেকে কিছু ডিম উদ্ধার করা হয়েছিল বলেও তিনি জানান।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes