jamdani

মজবুত নখ পেতে হলে

  • ঝকঝকে স্বাস্থ্যোজ্জ্বল নখের সৌন্দর্যই আলাদা। ম্যানিকিওর করা আঙুলের নখ সুন্দর করে শেপ করা থাকলে তার আবেদন নজর কাড়বেই। তবে নখ যদি হয় ভঙ্গুর ও ঔজ্জ্বল্যবিহীন তাহলে কিন্তু ম্যানিকিওর করা আঙুলেও যতই নেল আর্ট করা হােক কিছুতেই সুন্দর দেখায় না। বিশেষত নখ বারবার ভেঙ্গে গেলে, নখের গ্রোথ ঠিকঠাক না হলে, নেল আর্টের উপযুক্ত যথেষ্ট বড় নখও পাওয়া সম্ভব নয়। এর জন্য ব্যয় করুন কিছুটা সময়।
  • নখ মজবুত বানানাের জন্য ল্যাভেন্ডার অয়েল খুব ভাল। প্রতিদিন সন্ধেবেলা ল্যাভেন্ডার অয়েলের বােতলের মুখে নিজের আঙুল চাপা রেখে, অল্প করে অয়েল নিয়ে নিন। অয়েলটি কিউটিকলের ওপর ঘষুন। নিয়মিত দুই থেকে তিনমাস করতে পারলে যত আপনার ট্রিটেট নেল বৃদ্ধি পাবে, ততই আপনি পার্থক্য বুঝতে থাকবেন।
  • ল্যাভেন্ডার অয়েল দিয়ে ট্রিটমেন্ট করার আগে আরও বাড়তি যত্ন নিতে পারেন। প্রথমে ঈষদুষ্ণ জলে আঙুল দিয়ে বাড়তি কিউটিকল নখ থেকে ক্লিয়ার করে নিন। এরপর নিট ল্যাভেন্ডার অয়েল কটন বাডস দিয়ে প্রতিটি আঙুলের কিউটিকলের ওপর লাগিয়ে নিন। প্রতিদিন এই ট্রিটমেন্ট নখ সুন্দর ও মজবুত বানাবে।

Trending


Would you like to receive notifications on latest updates? No Yes