jamdani

মগধের রাস্তায় অচেনা নাবিক

কবিরুল ইসলাম কঙ্ক

 

সন্ধ্যা নামা মগধের রাস্তায় এসে দাঁড়িয়েছিল নাবিক

অনেক ঘুরে খুঁজে পেয়েছিল আম্রপালীর ঘর

নাচুনিয়ার রুপোর আগুনে ছুড়েছিল নিজের হৃৎপিণ্ড

পোড়া হৃৎপিণ্ডের কোনও দাম নেই কোনও হাটে… বাজারে…

একটা দগ্ধ যন্ত্রণা নিয়ে

নাবিক ফেরে এ-বন্দর ও-বন্দরে

 

সে নাবিক এসে দাঁড়িয়েছিল মোঘল দরবারে

এককোণে ম্রিয়মাণ দাঁড়িয়ে দেখেছিল নুরজাহানের মমতাজ হওয়া

 

মাটি আর কতটুকু, বন্ধু

চারিদিকে শুধু জল আর জল

সেই জলে ভেসে চলেছে পৃথিবীর অসংখ্য নাবিক

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes