jamdani

ভিলেনের ভূমিকায় ভগবানের দূত সোনু, ভাইরাল ভিডিও

সমাজের সকল স্তরের মানুষের কাছে অভিনেতা সোনু সুদ দেবতার আসনে।করোনা মোকাবিলায় নিজের সবটুকু দিয়ে লড়ে যাচ্ছেন অভিনেতা। সর্বক্ষণ তিনি প্রস্তুত মানুষের সহায়তার জন্য। তাই সাহায্যের আশায় তার বাড়ির সামনে সাধারণ মানুষের ভীড় চোখে পড়ে। তাদেরই মধ্যে এক মহিলা রাখি বেঁধে দিলেন সোনু সুদের হতে।
সম্প্রতি মুম্বইয়ের বাড়ির এলাকার আশপাশে কিছু অসহায় পরিবারের সঙ্গে কথাবার্তা বলছিলেন। যাদের এই কঠিন সময়ে সাহায্যের প্রয়োজন রয়েছে। তাদেরই মধ্যে থেকে একজন মহিলা এগিয়ে এলো অভিনেতার দিকে। তারপরেই একটি রাখি বেঁধে দিলেন সোনুর হতে। পায়ে হাত দিয়ে প্রণাম করতেই যাচ্ছিলেন ঠিক তখনই অভিনেতা বাধা দেন। হাত জোড় করে ওই মহিলাকে বলেন, ‘নানা প্রণাম করবেন না’। এই দৃশ্যে সেখানে উপস্থিত সকল মানুষই মুগ্ধ হয়েছেন। এই সম্পূর্ণ দৃশ্যটি ধরা পড়েছে মুম্বাইয়ের চিত্র সাংবাদিকদের ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায়তেও ভাইরাল হয়েছে এই ভিডিও।
ভিডিও

গতবছর লকডাউনের সময় থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এই অভিনেতা। নিজ উদ্যোগে স্পেশাল ট্রেন এবং বাসের ব্যবস্থা করে বিভিন্ন রাজ্যে আটকে পরা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়েছেন তিনি। বিদেশে আটকে থাকা পড়ুয়াদের দেশে ফিরিয়েছেন। তিনি এবং তার টিম মিলে সর্বক্ষণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন করোনা রোগীদের পাশে থাকার। অক্সিজেন সরবরাহ করছেন বিভিন্ন হাসপাতালে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের কুর্নুল এবং নেল্লের দুটি জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসিয়েছেন। এরপরেই সোনু সুদের অনুগামীরা অন্ধ্রপ্রদেশে তার বিশাল ছবি টাঙিয়ে তাতে দুধ ঢেলে স্নান করিয়েছেন। অল্প দিনের মধ্যেই ‘সিম্বা’ ‘দাবাং’ এর ভিলেন সোনু হয়ে উঠেছেন ‘মসিহা’ বা ভগবানের দূত।

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes