jamdani

“ভালো চিকিৎসা পেলে বেঁচে যেতাম” ম্ত্যুর আগে করুণ আর্তনাদ অভিনেতার

‘মৃত্যুবার্তা’ আগাম বুঝতে পেরেছিলেন রাহুল। বাঁচতে চেয়েছিলেন এই অভিনেতা। তবে শেষপর্যন্ত ম্ত্যুর কাছে হার মানলেন তিনি। ডিজিটাল মাধ্যমে জনপ্রিয় মুখ রাহুল বোহরা। ফেসবুক, ইউটিউবে তাঁর অভিনীত স্বল্প দৈর্ঘ্যের ছবির গুণগ্রাহী বহু মানুষ। করোনা আক্রান্ত হওয়ার পর ভর্তি হন দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে। তারপরেই রবিবার ফেসবুকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিচালক ও নাট্যকার অরবিন্দ গৌর।

এখনও ফেসবুকে জ্বলজ্বল করছে তাঁর শেষ পোস্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লির স্বাস্থ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে ট্যাগ করে রাহুল বোহরা লিখেছিলেন,”ভালো চিকিৎসা পেলে হয়তো বেঁচে যেতাম। শীঘ্রই জন্ম নেব। ভালো কাজ করব। দম ফুরিয়ে গিয়েছে।”

গত সপ্তাহে অক্সিজেনের আর্তি জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন রাহুল বোহরা। তিনি বলেছিলেন, ”আমি কোভিড পজিটিভ। ৪ দিন ধরে হাসপাতালে ভর্তি। এখানে অক্সিজেন ফুরোচ্ছে। অক্সিজেন পাওয়া যাবে এমন হাসপাতালের শয্যা ফাঁকা আছে কি? অসহায় হয়ে পড়েছি। তাই পোস্ট করতে বাধ্য হলাম।” করোনার দ্বিতীয় ঢেউয়ে অকালে ঝরে পড়ল আরও একটা সম্ভাবনা। তবে এই শেষের শেষ কোথায়?

 

 

 

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes