jamdani

ভালোবাসার মানুষের জন্মদিন পালন করলেন মিলিন্দ সোমান্দ

১ আগস্ট:  বলিউডের মোস্ট হ্যান্ডসাম হাঙ্ক মিলিন্দ সোমান্দ। তাঁর জন্যে অনেক মহিলাই পাগল প্রায়। আর তিনি মন দিয়ে বসে আছেন অঙ্কিতা কোনওয়ারকে। সুন্দর কাপলদের মধ্যে সোমান্দ আর অঙ্কিতার নাম আগে আসবেই। আর তিনি নিজের স্ত্রী-র জন্মদিনে কিছু করবেন না তা হয় নাকি। সারপ্রাইজ দিতেও তিনি ভালোবাসেন। তাই অঙ্কিতার ২৯ তম জন্মদিন পালন করলেন স্পেশালভাবে। ২৯ কিমি দৌড়ে। যদিও সেই স্পেশাল সামিটিং এর মতো নয়, যেটা তাঁরা করেছিল কিলিমাঞ্জারোর ইউহুরু পিক-এ। এ বছর লকডাউনের জন্যে ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে তাঁরা শেয়ার করছেন স্পেশাল বার্থডে। ‘মাই সানশাইন পার্টনার’ বলে অঙ্কিতা ইন্সটাগ্রামে পোস্ট করেছেন মিষ্টি কিছু ছবি।

বয়সে তাঁর থেকে অনেকটাই ছোট। সেই কম বয়সী মেয়ের সঙ্গে শুধু প্রেম-ডেটিং নয়, বিয়েই সেরে ফেলেছেন মিলিন্দ সোমান। যা নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু তাতে জুটির থোরাই কেয়ার করেন। আর এখন তাঁরা বেশ ভালোই আছেন দুটিতে মজে।

View this post on Instagram

 

Celebrated 29 years with a 29km run yesterday. May be not as special as summiting #uhurupeak on my birthday last year but definitely grateful for being able to celebrate it with the family and friends ❤️ And my sunshine of a partner, makes everything a million times better. Thank you @milindrunning for all the tiny little surprises throughout the day ! Thank you for being my eternal sunshine ❤️ . And I want to thank each and everyone of you for your lovely wishes! I love how my online family is so full of positive, kind and loving people! ❤️ Love and light to you all 💖💖 . #birthdaygirl #birthdayspecial #family #friends #sundayfunday #birthday #love #instafamily #gratefulheart

A post shared by Ankita Konwar (@ankita_earthy) on

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes