jamdani

ভারতীয় ফিল্মের মুকুটে জুড়ে গেলো এমি অ্যাওয়ার্ডসের পালক

বেস্ট ড্রামা সিরিজ হিসেবে ‘দিল্লি ক্রাইম’ জিতে নিল পুরষ্কার। ২০১২ সালের নির্ভয়া ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে তৈরি নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ৪৮ তম ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস এ জায়গা করে নিল নিজের। পরিচালনা করেছেন রিচি মেহতা। পুলিশ কমিশনারের ভূমিকায় অভিনয় করেছেন শেফালি শাহ। সেইসব অপরাধীদের সনাক্ত করে তাঁদের এই জঘন্য কাজের জন্য শাস্তি দিতে দেখা গেছে তাঁকে।

এমির গোটা অনুষ্ঠানটিই এবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে হয়েছে। অনুষ্ঠান চলাকালীন পরিচালক রিচি মেহতা এই অ্যাওয়ার্ড সমস্ত মহিলাদের উৎসর্গ করেছেন। এছাড়াও নির্ভয়া ও তাঁর মায়ের প্রসঙ্গে বলেন, একটা দিনও বাদ যায় না, যখন আমি আপনাদের কথা ভাবি না। কি ভীষণ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা যেন আমরা কেউ না ভুলে যাই।’

 

করোনা আবহের কথা মাথায় রেখে ৪৮ তম ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড-পুরস্কার প্রদান অনুষ্ঠান ভারচুয়ালি করা হয় । মার্কিন যুক্তরাষ্টের অনুষ্ঠিত এই দর্শকহীন অনুষ্ঠানের হোস্ট ছিলেন অভিনেতা রিচার্ড কাইন্ড।


বিজয়ীদের তালিকা হল-

সেরা ড্রামা সিরিজ : দিল্লি ক্রাইম (ভারত)

সেরা কমেডি সিরিজ : নিংয়েম টা ওলহান্দো (ব্রাজিল)

সেরা টিভি সিনেমা/মিনি সিরিজ : রেসপন্সিবল চাইল্ড(মার্কিন যুক্তরাষ্ট্র)

সেরা অভিনেত্রী : গ্লেন্ডা জ্যাকসন, এলিজাবেথ ইজ মিসিং (মার্কিন যুক্তরাষ্ট্র)

সেরা অভিনেতা : বিলি ব্যারাট, রেসপন্সিবল চাইল্ড (মার্কিন যুক্তরাষ্ট্র)

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes