jamdani

ভারতীয় ধারাবাহিকে সবথেকে বেশি বজ্রপাত হয়! সমীক্ষায় উঠে এলো উত্তর

 ছোটবেলা আমরা পড়েছি কোথায় বেশি বজ্রপাত হয়? একবাক্যে সবাই উত্তরও দিত, বজ্রপাতের দেশ ভুটান। কিন্তু উৎকন্ঠা বাড়িয়েছে এক প্রশ্নপত্র। যা ইতিমধ্যে ঘুরতে শুরু করেছে সোশ্যাল নেটওয়ার্কিং-এর দেওয়ালে দেওয়ালে।

প্রশ্নটি হল সবচেয়ে বেশি বজ্রপাত কোথায় হয়’? এমনিতে সোজা সাপটা একটা প্রশ্ন। কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে প্রশ্নের সঙ্গে থাকা চারটি উত্তর। যার প্রথমটি হল, ‘ভারতীয় ধারাবাহিকে তার পর একে একেগুলিস্থানে’, ‘রাজশাহীতেএবংউপরের কোনওটিই নয় প্রশ্নপত্রের নিয়ম অনুযায়ী বিকল্প উত্তরগুলির মধ্যে পরীক্ষার্থীদের বেছে নিতে হবে সঠিক উত্তরটি। কিন্তু পরীক্ষার এই প্রশ্নের উত্তর না দিয়ে পারলেন না অনেকেই। যাঁরা বেছে নিয়েছেনভারতীয় ধারাবাহিকেউত্তরটি। সোশ্যাল মিডিয়ার সমীক্ষায় শীর্ষ স্থান পেল প্রথম উত্তরটি।

অন্যদিকে ‘করুণাময়ী রাণী রাসমণিধারাবাহিকের পরিচালক রূপক দে এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ভারতীয় সিরিয়ালে যেভাবে বজ্রপাত দেখানো হয়, সেটা আমরা সকলেই দেখি। এরকম নয় যে আমরা দেখি না। কিন্তু এটাও ঠিক ভারতীয় টেলিভিশনে যদি নেটফ্লিক্সের মতো কাজ দেখানো হয়, তবে ভারতীয় সমাজ সংস্কৃতি সেই কাজের স্বীকৃতি দেবে না।তিনি আরও জানান, গল্পের নাটকীয়তা বাড়লেই বজ্রপাতের মতো বিজিএম শোনা যায়। বাংলার থেকে হিন্দি ধারাবাহিকে বজ্রপাতের বিজিএম বেশি ব্যবহার করা হয়।


News curtasy-Social media

 

Trending

Most Popular


Would you like to receive notifications on latest updates? No Yes